গেল শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাইমন সাদিক অভিনীত চলচ্চিত্র ‘শেষ বাজি’। সিনেমার পোস্টার প্রকাশের পর থেকেই আলোচনায় ছিলেন অভিনেতা। তবে সিনেমাটির প্রচারনা নিয়ে সন্তুষ্ট ছিলেন না তিনি। পাশাপাশি নিয়ম ভেঙে এই সপ্তাহে তিনটি ছবি মুক্তি পাওয়ায় ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে তার মত।
তিনটি ছবির মধ্যে একটি ছবি ভারতীয়। দেশের অভিনেতা মোশাররফ করিম অভিনীত ‘হুব্বা’।
বিদেশী ছবি আমদানি, এক সপ্তাহে তিনটি ছবির মুক্তি এবং এসব কারণে নিজের ক্ষতিগ্রস্থ হওয়ার বিষয়কে কারণ হিসেবে দেখিয়ে আজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহসাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন সাইমন সাদিক। নিজেকে আর ওই পদে দেখতে চাননা তিনি।
যদিও দুই বছরের কমিটির মেয়াদও শেষ দিকে। আসছে ফেব্রুয়ারিতেই হতে পারে শিল্পী সমিতির নির্বাচন।
আজ শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবর এই অব্যাহতিপত্র জমা দিয়েছেন তিনি। অব্যাহতি দেয়ার কারণ জানিয়ে সাইমন সাদিক কালের কণ্ঠকে বলেন, ‘আমি ২০১৭ সাল থেকে বিদেশী সিনেমা আমদানির বিপক্ষে আপত্তি জানিয়ে এসেছি।
আমি আন্দোলনে ছিলাম। কিন্তু যখন সিনেমা আমদানির বিষয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির আপত্তি নেই, জানতে পারি তারপর থেকে আমি কোনো মিটিংয়ে অংশগ্রহণ করিনি। আমার মনে হলো এসব নিয়ে কথা বলার চেয়ে চলে আসাই একটা প্রতিবাদ। আমার পুরো সিস্টেম টাই পছন্দ হয়নি।’
তবে তিনি বিদেশী সিনেমা আমদানির পক্ষে না বিপক্ষে সে বিষয়ে স্পটত কিছু বলেননি।
তিনি বলেন, ‘আমার সব কথা চিঠিতে বলেছি। আর কিছু বলার নেই। এমনকি এসব নিয়ে কথাও বলতে চাই না আর।’
তবে তার নিজের সিনেমা শেষবাজির দর্শক প্রতিক্রিয়া বেশ ভালো জানিয়ে তিনি বলেন, ‘সিনেমার দর্শক প্রতিক্রিয়া খুবই ভালো। দিনশেষে সবাই চায় নিজের সিনেমা ব্যবসা করুক। যখন এটা হয় তখন এরচেয়ে আনন্দের আর কিছু হয়না। তবে সিনেমার শুরুতেই ধাক্কা খেয়েছি প্রচারণা নিয়ে।’
প্রচারণা না হওয়ার কারণ কি জানতে চাইলে তিনি বলেন, ‘অন্যান্য জায়গায় দেখা যায় প্রচারণার জন্য শিল্পীকে পাওয়া যাচ্ছে না। এখানে লগ্নিকারককে পাইনি। প্রযোজকের শিল্প সত্তা নিয়ে কোনো অনুভূতি নেই। উনি উনার কাজটা বুঝতেই পারেননি৷ এই হতাশা আমাদের ইন্ডাস্ট্রি থেকে কবে কাটবে জানি না। তবে সিনেমাটি নিয়ে কারো দায় ছিল না। ছবির প্রতি কারো প্রেম দেখিনি৷ পোস্টার লাগিয়েছে শুক্রবার সকালে। তাও হাতেগোনা কয়েকটা। এভাবে তো আর সিনেমা ব্যবসা করতে পারে না।’
বেশ কয়েকবছর ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এই অভিনেতা। মুক্তির অপেক্ষায় আছে তার বেশ কয়েকটি ছবি।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন