ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ড. রিয়াদ আল-মালিকির সঙ্গে দেখা করে গাজা উপত্যকায় চলমান সংঘাতের বিষয়ে একটি ‘বিশদ ও বিস্তৃত আলোচনা’ করেছেন। জয়শঙ্কর শুক্রবার থেকে শুরু হওয়া দুই দিনের জোটনিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) শীর্ষ সম্মেলনে যোগ দিতে উগান্ডার রাজধানীতে রয়েছেন।
জয়শঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বৈঠকের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আজ (শনিবার) বিকেলে কাম্পালায় ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. রিয়াদ আল-মালিকির সঙ্গে দেখা করে ভালো লাগছে।...গাজায় চলমান সংঘাতের ওপর একটি বিশদ ও বিস্তৃত আলোচনা হয়েছে।
’
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মানবিক ও রাজনৈতিক দিকের ওপর মতামত বিনিময় করেছি। একটি দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি...যোগাযোগে রাখতে সম্মত হয়েছি।’
ন্যাম শীর্ষ সম্মেলনে এস জয়শঙ্কর তাঁর ভাষণে দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করার এক দিন পর এই বৈঠক হলো।
জয়শঙ্কর বলেন, ‘এই মুহূর্তে গাজার সংঘাত আমাদের মনে বোধগম্যভাবে সবচেয়ে ওপরে রয়েছে।
এই মানবিক সংকটের একটি টেকসই সমাধান প্রয়োজন, যা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক ত্রাণ দেবে।’
ইসরায়েল ও হামাস নেতৃত্বাধীন দলগুলোর মধ্যে সংঘর্ষে গাজা প্রান্তে প্রায় ২৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। ক্ষতিগ্রস্তরা পানি, বিদ্যুৎ, খাদ্য এবং চিকিৎসা সহায়তা ছাড়া করুণ জীবনযাপনের মুখোমুখি। অন্যদিকে ইসরায়েল প্রায় এক হাজার ২০০ মৃত্যু দেখেছে।
হামাসের হাতে এখনো শতাধিক মানুষ জিম্মি রয়েছে। গাজা উপত্যকায় নিরবচ্ছিন্নভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
এস জয়শঙ্কর শুক্রবার তাঁর বক্তৃতায় একটি দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে মত দিয়েছেন, যেখানে ফিলিস্তিনি জনগণ নিরাপদ সীমান্তের মধ্যে বসবাস করতে পারবে। তিনি বলেছেন, ‘আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে এটি বাস্তবায়িত করার দিকে মনোনিবেশ করা উচিত।’
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন