ব্রিটেনের বিভিন্ন অঞ্চলের স্থানীয় কাউন্সিলগুলোর আর্থিক ঋণ বেড়েই চলেছে। অনেক কাউন্সিল ইতোমধ্যে নিজেদের দেউলিয়া ঘোষনা করেছে। ঋণগ্রস্ত কাউন্সিলের অর্ধেক সংখ্যকই লন্ডন এবং লন্ডনের আশেপাশে অবস্থিত।
পূর্ব লন্ডনের বারকিং কাউন্সিল এলাকায় বিপুল সংখ্যক বাংলাদেশী সহ অন্যান্য কমিউনিটির মানুষ বসবাস করে। বারকিং টাউন হলের বিপরীত পাশে অবস্থিত এই কমিউনিটি সেন্টার সব সময় ব্যস্ত থাকে। এখানে চ্যারিটি সংস্থার উদ্যোগে একটি ফুড ব্যাঙ্ক পরিচালনা করা হয়; বিনা মূল্যে পোশাক পাওয়া যায়; চাকুরী, হাউজিং, এবং ব্যাক্তিগত অর্থনৈতিক বিষয়ে পরামর্শ দেয়া হয় এখানে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সংকট স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় কাউন্সিল ভালভাবেই অনুভব করে। বারকিং কাউন্সিল কর্তৃপক্ষের অনেক বাজেট দরকার। কিন্তু তাদের আছে সীমিত অর্থ।
বারকিং এন্ড ডেগেনহাম কাউন্সিলকে আগামী বছর অনেক খরচ কমাতে হবে। এর ফলে অনেকের চাকুরী যাবে; কাউন্সিলের অনেক সেবা কমিয়ে দেয়া হতে পারে।
বারকিং এর এই ওয়ারহাউস এলাকায় স্থানীয় মানুষ কাঠের কাজ এবং রান্নাব্যানার কাজ করতো। সময় কাটানোর জন্য অনেকেই এখানে আসতো। কিন্তু খরচ কমানোর জন্য কাউন্সিল এটি বন্ধ করে দিয়েছে।
বারকিং থেকে কয়েক মাইল দূরে টেমস নদীর অপারে ব্রমলি কাউন্সিল। এই কাউন্সিলের নেতৃত্বে আছে কনজারভেটিভ দল। ১৫ মিলিয়ন পাউন্ড সাশ্রয়ের লক্ষে এই কাউন্সিল তাদের বর্তমান সিভিক সেন্টার পরিবর্তন করছে; কাউন্সিল ট্যাক্স এবং ঘর ভাড়া বাড়াচ্ছে; এছাড়া কাউন্সিলের রিজার্ভে থাকা অর্থও ব্রমলি কাউন্সিলকে ব্যবহার করতে হচ্ছে।
স্থানীয় সরকার কর্তৃপক্ষের সামনে কঠিন সময়।
ব্রিটেনের বিভিন্ন অঞ্চলের স্থানীয় কাউন্সিলগুলোর আর্থিক ঋণ বেড়েই চলেছে। অনেক কাউন্সিল ইতোমধ্যে নিজেদের দেউলিয়া ঘোষনা করেছে। ঋণগ্রস্ত কাউন্সিলের অর্ধেক সংখ্যকই লন্ডন এবং লন্ডনের আশেপাশে অবস্থিত।
পূর্ব লন্ডনের বারকিং কাউন্সিল এলাকায় বিপুল সংখ্যক বাংলাদেশী সহ অন্যান্য কমিউনিটির মানুষ বসবাস করে। বারকিং টাউন হলের বিপরীত পাশে অবস্থিত এই কমিউনিটি সেন্টার সব সময় ব্যস্ত থাকে। এখানে চ্যারিটি সংস্থার উদ্যোগে একটি ফুড ব্যাঙ্ক পরিচালনা করা হয়; বিনা মূল্যে পোশাক পাওয়া যায়; চাকুরী, হাউজিং, এবং ব্যাক্তিগত অর্থনৈতিক বিষয়ে পরামর্শ দেয়া হয় এখানে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সংকট স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় কাউন্সিল ভালভাবেই অনুভব করে। বারকিং কাউন্সিল কর্তৃপক্ষের অনেক বাজেট দরকার। কিন্তু তাদের আছে সীমিত অর্থ।
বারকিং এন্ড ডেগেনহাম কাউন্সিলকে আগামী বছর অনেক খরচ কমাতে হবে। এর ফলে অনেকের চাকুরী যাবে; কাউন্সিলের অনেক সেবা কমিয়ে দেয়া হতে পারে।
বারকিং এর এই ওয়ারহাউস এলাকায় স্থানীয় মানুষ কাঠের কাজ এবং রান্নাব্যানার কাজ করতো। সময় কাটানোর জন্য অনেকেই এখানে আসতো। কিন্তু খরচ কমানোর জন্য কাউন্সিল এটি বন্ধ করে দিয়েছে।
বারকিং থেকে কয়েক মাইল দূরে টেমস নদীর অপারে ব্রমলি কাউন্সিল। এই কাউন্সিলের নেতৃত্বে আছে কনজারভেটিভ দল। ১৫ মিলিয়ন পাউন্ড সাশ্রয়ের লক্ষে এই কাউন্সিল তাদের বর্তমান সিভিক সেন্টার পরিবর্তন করছে; কাউন্সিল ট্যাক্স এবং ঘর ভাড়া বাড়াচ্ছে; এছাড়া কাউন্সিলের রিজার্ভে থাকা অর্থও ব্রমলি কাউন্সিলকে ব্যবহার করতে হচ্ছে।
স্থানীয় সরকার কর্তৃপক্ষের সামনে কঠিন সময়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন