নতুন জীবনে শোয়েব মালিককে শুভ কামনা জানিয়েছেন সানিয়া মির্জা

পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দিন আগেই দিয়েছিলেন শোয়েব মালিক। আর পাকিস্তানি অলরাউন্ডারের তৃতীয় বিয়ের খবরটি প্রকাশ্যে আসার পর শোয়েব মালিক ও সানিয়া মির্জার বিবাহবিচ্ছেদ হয়েছে কি না, তা নিয়ে তৈরি হয় কৌতূহল। সেই প্রশ্নেরও উত্তর মিলল ভারতীয় টেনিস তারকার পরিবারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে।

শোয়েব মালিকের সঙ্গে সানিয়া মির্জার বিবাহবিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুলল সানিয়ার পরিবার।

সানিয়া নিজে অবশ্য কোনো প্রতিক্রিয়া জানাননি। তাঁর পরিবারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বিবাহবিচ্ছেদের তথ্যটি জানানোর পাশাপাশি নতুন জীবনের জন্য শুভ কামনা জানানো হয়েছে শোয়েব মালিককে।

 

সানিয়ার ছোট বোন আনাম মির্জা ইনস্টাগ্রামে আজ একটি বিবৃতি প্রকাশ করেছেন। সেখানে বলা হয়েছে, কয়েক মাস আগেই সানিয়া ও শোয়েবের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে।

সানিয়ার পরিবার এবং টিম সানিয়ার নামে দেওয়া এই বিবৃতিতে বলা হয়েছে, ‘সানিয়া সব সময় ব্যক্তিগত জীবন সাধারণের চোখের আড়ালে রাখার চেষ্টা করেছে। কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যখন কিছু না বললেই নয়। সানিয়া এবং শোয়েবের বিবাহবিচ্ছেদ হয়েছে কয়েক মাস আগে। নতুন জীবনের জন্য শোয়েবকে শুভ কামনা জানিয়েছে সানিয়া।

’ 

 

সানিয়ার পরিবার এবং টিম সানিয়ার নামে দেওয়া বিবৃতিতে সবার কাছে অনুরোধ করে আরো বলা হয়েছে, ‘জীবনের একটা সংবেদনশীল সময়ের মধ্যে রয়েছে সানিয়া। পরিবারের পক্ষ থেকে ওর সমস্ত ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীকে অনুরোধ, অনুগ্রহ করে কোনো রকম গুজব ছড়াবেন না। ওর ব্যক্তিগত জীবনের গোপনীয়তাকে সম্মান করুন।’

এর আগে সানিয়ার বাবা ইমরান মির্জা ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছিলেন, আইন অনুযায়ী সানিয়া আগেই শোয়েবকে ডিভোর্স দিয়েছিলেন। কিন্তু এত দিন বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি সানিয়া বা শোয়েবের কেউই।

শনিবার পাক অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিয়ের ছবি শোয়েব প্রকাশ্যে আনার পর প্রথমবার বিবাহবিচ্ছেদের কথা জানানো হলো সানিয়ার পরিবারের পক্ষ থেকে। শোয়েবের পরিবারের পক্ষ থেকে শনিবারই মুখ খুলেছেন তাঁর বোন। পাক ক্রিকেটারের বোন ভাইকে দোষারোপ করে ভারতের টেনিস তারকার পাশে দাঁড়িয়েছেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলে) ফরচুন বরিশালের হয়ে খেলতে এখন বাংলাদেশে শোয়েব মালিক। গতকাল মাঠে নামার আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন শোয়েব মালিক। টেলিভিশন অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিয়ের সাজে একটি ছবি দিয়ে তিনি সেখানে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে।’ ২০১০ সালে ভারতীয় টেনিস তারকা সানিয়াকে বিয়ে করেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন