লেভারকুসেন অপরাজিত ২৭, আরো পেছনে ফেলল বায়ার্নকে

বলুন তো চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এখনো কোনো ম্যাচ হারেনি কোন ক্লাব? চিন্তায় পড়ে গেলেন তো! তথ্যটা সত্যিই বিস্ময়কর! কারণ ক্লাবটির নাম রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, পিএসজি কিংবা কোনো ইংলিশ জায়ান্টও নয়। ক্লাবটির নাম বেয়ার লেভারকুসেন। কি ভুরু কুঁচকাচ্ছেন তো! 

চলতি মৌসুমে লেভারকুসেনের পথচলা সত্যিই বিস্ময়কর। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচ খেলে জাবি আলনসোর দল এখনো পায়নি হারের তেতো স্বাদ! এই ২৭ ম্যাচে ২৪টিতেই তারা করেছে বিজয় উৎসব।

অন্য তিন ম্যাচ হয়েছে ড্র।

 

সর্বশেষ বুন্দেসলিগার ম্যাচে আরবি লিপজিগের মাঠে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে জাবি আলনসোর দল। এ জিয়ে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সঙ্গে দূরত্বটা আরো বাড়াল লেভারকুসেন। বুন্দেসলিগার শীর্ষে থাকা দুই দলের মধ্যে পার্থক্য এখন ৭ পয়েন্ট।

অবশ্য লেভারকুসেনের চেয়ে দুটি ম্যাচ কম খেলেছে বায়ার্ন। ১৮ ম্যাচে লেভারকুসেনের সংগ্রহ ৪৮ পয়েন্ট। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে বায়ার্নের অর্জন ৪১ পয়েন্ট। আর চারে থাকা আরবি লিপজিগের ঝুলিতে জমা হয়েছে ৩৩ পয়েন্ট।

 

 

লিপজিগের মাঠে দুইবার পিছিয়ে পড়েও ৩ পয়েন্ট নিয়ে ফিরেছে জাবি আলনসোর ছোঁয়ায় খোলনলচে পুরোপুরি বদলে যাওয়া লেভারকুসেন। পিয়েরো হিনক্যাপির শেষ বেলার গোলে বাজিমাত করে তারা। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তের গোলে বিজয় উৎসব করল তারা। আগের ম্যাচে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের গোলে তারা হারিয়েছিল অগসবুর্গকে। 

নিজ মাঠে খেলার সপ্তম মিনিটে লিপজিগকে এগিয়ে নেন জাভি সিমোনস।

দ্বিতীয়ার্ধের শুরুতে গোলটি শোধ দেন লেভারকুসেনের নাথান টেল্লা। কিন্তু খানিকটা পরে করা লোইস ওপেন্দার লক্ষ্যভেদে আবার লিড নেয় লিপজিগ। লেভারকুসেনও খেলায় ফেরে দ্রুতই। ৬৩ মিনিটে জোনাথন টাহর গোলে স্কোর হয় ২-২! এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পিয়েরো হিনক্যাপির গোলটি পূর্ণ ৩ পয়েন্ট এনে দিয়েছে জাবি আলনসোর দলকে।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন