ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়ালেন কোহলি

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেল ভারত। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুই টেস্টে খেলবেন না বিরাট কোহলি। ব্যক্তিগত কারনে হঠাৎ নিজেকে সরিয়ে নিয়েছেন এই তারকা। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি চেয়েছিলেন কোহলি।

তাঁর আবদেন সাড়া দিয়ে ছুটি মঞ্জুর করেছে বোর্ড। 

 

আফগানিস্তানের বিপক্ষে সদ্যঃসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিও খেলেননি কোহলি। এর আগে দক্ষিণ আফ্রিকা সফরেও সাদা বলের ক্রিকেটে দলের বাইরে ছিলেন তিনি। তবে সিরিজের পরের দুই ম্যাচ খেলেছিলেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে কোহলির জায়গায় এখনো কাউকে নেয়নি বিসিসিআই। 

 

প্রথম দুই টেস্টে কোহলির না খেলা নিয়ে বিসিসিআই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘বিরাট অধিনায়ক রোহিত শর্মা, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সঙ্গে কথা বলেছে। সেখানে সে বলেছে, দেশের প্রতিনিধিত্ব করাটাকেই সে সবার ওপরে স্থান দেয়। কিন্তু এখন ব্যক্তিগত একটি বিষয়ে তার উপস্থিত থাকার বাধ্যবাধকতা থাকায় এই সিদ্ধান্ত।

’ 

 

কোহলির দুই ম্যাচে না থাকার কারণ ব্যাখ্যা করে বিসিসিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে কোহলির ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার। আপাতত তাঁকে বিরক্ত না করতেও বলা হয়েছে। হায়দরাবাদে আগামী ২৫ জানুয়ারি বৃহস্পতিবার শুরু হবে ভারত ও ইংল্যান্ডের প্রথম টেস্ট। আর ২ ফেব্রুয়ারি থেকে বিশাখাপত্তনমে শুরু হবে এ দুই দলের দ্বিতীয় টেস্ট। 

ভারতের বিপক্ষে পাঁচ টেস্টের দীর্ঘ সিরিজ খেলতে ইতিমধ্যে হায়দরাবাদে পা রেখেছে বেন স্টোকসের ইংল্যান্ড।

২০১২ সাল থেকে ঘরের মাটিতে টেস্ট সিরিজ হারেনি ভারত। সর্বশেষ ভারতকে তাদের মাটিতে টেস্ট সিরিজে হারিয়েছিল ইংল্যান্ডই। অ্যালিস্টার কুকের দল সেবার জিতেছিল ২-১ ব্যবধানে।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন