জিবিনিউজ 24 ডেস্ক //
‘মাত্র ৩ বছর বয়সে যৌন হেনস্থা শিকার হতে হয়েছে’, সম্প্রতি এক সাক্ষাৎকারে শৈশবের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন ‘দঙ্গল’র গীতি ফোগত। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতেও অনেকে তাকে যৌনতার বিনিময়ে কাজ পাওয়ার কথা বলেছেন বলেও মেনে নেন অভিনেত্রী ফতিমা সানা শেখ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনেক কথাই খোলসা করেন ফতিমা। যৌন হেনস্থা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমার বয়স তখন ৫ বছর, তখন আমাকে যৌন হেনস্থা শিকার হতে হয়, না, তিন বছর বয়স ছিল তখন (সংশোধন করে নিয়ে)। তারপর থেকে প্রতি মুহূর্তে লড়াই করতে হয়েছে। এটা শুধু আমার নয়, অনেক মহিলাকেই এর সঙ্গে লড়াই চালাতে হয়। তাহলে বুঝতেই পারছেন, যৌন লালসা কখনো কখনো কত বড় সমস্যা হয়ে দাঁড়ায়।
বলিউডে যৌনতার বিনিময়ে কাজ পাওয়ার বিষয়েও বিস্ফোরক মন্তব্য করেন ফতিমা। তার কথায়, ইন্ডাস্টিতে অনেক মানুষেরই মুখোমুখি হয়েছি। যারা আমাকে বলেছেন, যৌনতাই কাজ পাওয়ার একমাত্র উপায়। আমি অনেক কাজ হারিয়েছি, সেই কাজ অন্যরা পেয়ে গিয়েছে, সেটা যেকোনো কারণেই হোক। তবে শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, এটা অন্যান্য ইন্ডাস্ট্রিতেও একইভাবে রয়েছে। আর এটা খুবই সত্যি কথা।
ফতিমার কথায়, আমাকে অনেকেই বলেছেন, তুমি দীপিকা, ঐশ্বরিয়াদের মতো দেখতে নও, তুমি কীভাবে নায়িকা হবে? এমন অনেক লোকই থাকবে যারা সবসময় পিছনের দিকে টানার চেষ্টা করবে। এখন যখন পিছনের দিকে তাকাই, তখন আমায় মনে হয়, সৌন্দর্যের মাপকাঠি হয়তো এটাই, আমি ওই তালিকার পড়ি না। তবে আমার মত সাধারণ দেখতে মেয়েদের নিয়েও সিনেমা হচ্ছে। তাই আমারও সুযোগ রয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন