বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী মিসর

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে মিসর। এ বিষয়ে দুই দেশের মধ্যে দ্রুত একটি যৌথ প্রটোকল স্বাক্ষর হতে পারে।

আজ মঙ্গলবার বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর মহিম এলদিন আহমেদ ফাহমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘মিসর বর্তমান সরকারকে অকুণ্ঠ সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো সরকার গঠন করায় তাঁকে অভিনন্দন জানিয়েছে।

এ ছাড়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তার ভূয়সী প্রশংসা করেছে। গত বছর মিসর ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদ্‌যাপন করা হয়েছে। এ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে বলে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেছেন।’

 

মিসরের রাষ্ট্রদূত ওমর ফাহমি জানান, মিসর আন্তরিকভাবে বিশ্বাস করে, বাংলাদেশ তাদের বন্ধুপ্রতিম দেশ।

মিসর ও বাংলাদেশের রয়েছে ঐতিহাসিক সম্পর্ক। সে জন্য মিসর বাংলাদেশের পাট-বস্ত্র, তুলাসহ বিভিন্ন কৃষিপণ্য ছাড়াও সংস্কৃতি, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্র সম্প্রসারণ ও উন্নয়নে আগ্রহী।

 

জাহাঙ্গীর কবির নানক মিসরের রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশও আন্তরিকভাবে বিশ্বাস করে, মিসর বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ। বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো জোরাদার হবে।

বিশ্বে বাংলাদেশ দ্বিতীয় পাট উৎপাদনকারী দেশ। বাংলাদেশে অতি-উন্নতমানের পাট উৎপাদিত হয়। 

 

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের উদ্যোক্তারা পাট দিয়ে ২৮২ ধরনের বহুমুখী পাটজাত পণ্য উৎপাদন করছে, যা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও মিসর পাট ও বস্ত্র খাত একসঙ্গে এগিয়ে যাবে। দুই দেশের বাণিজ্য ঘাটতি পূরণ ও ব্যবসা-বাণিজ্যে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন