মাশরাফি নিজেও মানছেন খেলার অবস্থানে নেই তিনি

সর্বশেষ ম্যাচ খেলেছিলেন গত ১৩ মে। এরপর আর ব্যাট-বলের সঙ্গে সম্পর্ক ছিল না মাশরাফি বিন মর্তুজার। কোনো রকম অনুশীলন ছাড়াই গত ১৯ জানুয়ারি বিপিএলে ম্যাচ খেলতে নেমে পড়েন তিনি। হাঁটুর চোটে ভোগা এই ক্রিকেটার আজ নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেললেন।

তবে সেদিন বল করলেও আজ রংপুরের বিপক্ষে হাত ঘোরাননি মাশরাফি। প্রশ্ন উঠেছে, এখন ম্যাচ খেলার মতো অবস্থানে আছেন তিনি? মাশরাফি নিজেও মনে করেন, এখন তাঁর যে অবস্থান সেটি ম্যাচ খেলার জন্য আদর্শ নয়।

 

রংপুর-সিলেট ম্যাচের আগে ব্রডকাস্টারদের সঙ্গে আলাপে বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল তাঁর সাবেক সতীর্থ মাশরাফির খেলা প্রসঙ্গ বলেন, ‘সে ফিট না। কারণ সে দুই-তিন পা দৌড়ে বল করছে।

মিডিয়াম পেস নাকি অফ ব্রেক করছে আমি নিশ্চিত না। কিন্তু সে একটা উইকেট পেয়ে গেছে (হাসি)। আদর্শগতভাবে আপনি আরো প্রাণশক্তি চাইবেন, আরো দায়িত্ব নেওয়ার প্রবণতা, আরো তীব্রতা দেখতে চাইবেন। সে খেলছে, আলোচনা তৈরি করতে সক্ষম হয়েছে।

কিন্তু খেলার দিক থেকে যদি ভাবি সে আসলে আদর্শ অবস্থায় নেই।'

 

বিপিএলের প্রথম ম্যাচে বল করলেও আজ শুধু ব্যাট করেন মাশরাফি। তিন নম্বরে নেমে ৭ বলে ৬ রান করেন তিনি। মাশরাফির রান আউট হওয়ার ধরন ছিল দৃষ্টিকটু। ম্যাচ শেষে মাশরাফির কাছে প্রশ্ন ধেয়ে গেল, খেলার মতো অবস্থানে আছেন কি তিনি? জবাবে বললেন, ‘না, সেটা অবশ্যই।

কিন্তু সব কিছু ব্যাখ্যা করা যায় না। আইডিয়ালি হয়তো বা আরেকটু…। আমার সব কিছু ঠিক আছে, শুধু হাঁটুর সমস্যাটা হচ্ছে। খুব ছোট; কিন্তু ভোগাচ্ছে।’

 

চোট নিয়েও মাশরাফি খেলায় দলের আরেক ক্রিকেটার বঞ্চিত হচ্ছেন কি না সে প্রশ্নও উঠল। তারও ব্যাখ্যা দিলেন মাশরাফি, ‘অবশ্যই আমি যেটা মনে করেছি আদর্শ পরিস্থিতি না। আর কে খেললে ভালো হতো সেটা পরের বিষয়, সেটা টিমের বিষয়। দেখা গেল ওকে (রেজাউর রহমান) না খেলায়া আরেকজনকে খেলাতে পারত। সেটা ভিন্ন জিনিস। কে খেললে ভালো হতো ওটা নিয়ে তো টিম কারো সাথে আলোচনায় বসবে না বা করবে না।’

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন