হায়দরাবাদে শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের প্রথম টেস্ট। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে রোববার ভারতে আসে ইংল্যান্ড দল। তবে স্কোয়াডে নাম থাকলেও ভারতে পৌছাতে পারেননি ইংলিশ ক্রিকেটার শোয়েব বশির। এতদিন সংযুক্ত আরব আমিরাতে থাকলেও ভিসা না পাওয়ায় ঢুকতে পারেননি ভারতে।
এতদিনেও ভিসা না পাওয়ায় দেশে ফিরে গেছেন ২০ বছর বয়সী এই স্পিনার।
এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় ইংল্যান্ডে। শোয়েব বশিরের ভিসা না হওয়া পর্যন্ত নাকি ভারতে আসতে চাননি বেন স্টোকসরা। ইংরেজ অধিনায়ক নিজেই জানিয়েছেন এমনটা।
তবে প্রথম টেস্ট বয়কট করার কোনো ভাবনা চিন্তা নাকি ছিল না স্টোকসদের। ব্রিটিশ সরকারের হস্তক্ষেপে শেষ পর্যন্ত ভারতের ভিসা দেওয়া হয়েছে শোয়েব বশিরকে।
শিগগির ভারতে ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দেবেন পাকিস্তানি বংশোদ্ভুত এই ক্রিকেটার। তবে আজ শুরু হায়দরাবাদের প্রথম টেস্টের দলে ভারতে পৌঁছার সম্ভাবনা নেই।
আগামী ২ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে শুরু দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন বশির। তাঁর ভিসা পাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
এর আগে শোয়েব বশিরের বিষয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ও ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও সুফল মেলেনি। এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস, ‘অধিনায়ক হিসেবে এটা হতাশার। ইংল্যান্ড দলে প্রথম সুযোগ পেয়ে এমন অভিজ্ঞতা কারও ক্ষেত্রেই কাম্য নয়।
তার জন্য খুব খারাপ লাগছে। এখানে থাকতে না পারার কারণে তাকে বাদ দিতে হচ্ছে।’ডেইলি মেইলের খবর, মূলত পাকিস্তানি বংশোদ্ভূত হওয়াতেই এই জটিলতায় পড়েন বশির।
ইংলিশ কাউন্টি দল সমারসেটের হয়ে খেলা এই অফস্পিনারের প্রথম শ্রেণিতে উইকেট সংখ্যা মাত্র ১০টি। তারপরও ইংল্যান্ড লায়ন্সের হয়ে তার দারুণ নৈপুণ্য ও বল ঘোরানোর মারাত্মক ক্ষমতা খুলে দিয়েছে জাতীয় দলের দরজা। আমিরাতে ১০ দিনের অনুশীলন ক্যাম্পেও বেশ ভালো বোলিং করেন শোয়েব।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন