প্রধানমন্ত্রীর ডাক পেলেন সিলেটের চার এমপি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গণভবনের ডাক পেলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়া সিলেট বিভাগের চার স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি)।


বুধবার (২৪ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

 

 


তিনি জানান, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদের সব স্বতন্ত্র সংসদ সদস্যকে আগামী ২৮ জানুয়ারি (রোববার) সন্ধ্যা সাড়ে ৬টায় তার সরকারি বাসভবন গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন।


প্রসঙ্গত- সিলেট- ৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বিজয়ী হন।


হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে স্বতন্ত্র প্রার্থী আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী জাতীয় পার্টির প্রার্থী এমএ মুনিম চৌধুরী বাবুকেস হারিয়ে বিজয়ী হন।

 


হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বিজয়ী হয়েছেন। মাধবপুর ও চুনারুঘাট উপজেলা নিয়ে গঠিত এই আসনে নৌকার প্রার্থী ছিলেন সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। তিনি টানা দুইবারের সংসদ সদস্য।


সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে স্বতন্ত্র প্রার্থী জয়া সেনগুপ্তা আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদকে (আল- আমিন চৌধুরী) পরাজিত করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন