প্রধানমন্ত্রীর ডাক পেলেন সিলেটের চার এমপি

gbn

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গণভবনের ডাক পেলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়া সিলেট বিভাগের চার স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি)।


বুধবার (২৪ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

 

 


তিনি জানান, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদের সব স্বতন্ত্র সংসদ সদস্যকে আগামী ২৮ জানুয়ারি (রোববার) সন্ধ্যা সাড়ে ৬টায় তার সরকারি বাসভবন গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন।


প্রসঙ্গত- সিলেট- ৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বিজয়ী হন।


হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে স্বতন্ত্র প্রার্থী আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী জাতীয় পার্টির প্রার্থী এমএ মুনিম চৌধুরী বাবুকেস হারিয়ে বিজয়ী হন।

 


হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বিজয়ী হয়েছেন। মাধবপুর ও চুনারুঘাট উপজেলা নিয়ে গঠিত এই আসনে নৌকার প্রার্থী ছিলেন সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। তিনি টানা দুইবারের সংসদ সদস্য।


সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে স্বতন্ত্র প্রার্থী জয়া সেনগুপ্তা আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদকে (আল- আমিন চৌধুরী) পরাজিত করেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন