মেক্সিকোতে পুলিশের ওপর গুলি, নিহত ৪

মেক্সিকার মধ্যাঞ্চলীয় রাজ্য গুয়ানাজুয়াতোতে গুলিতে চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। দেশটির সবচেয়ে সহিংস অঞ্চলের সর্বশেষ হতাহতের ঘটনা এটি। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই পুলিশ সদস্যরা সেলায়া শহরের মধ্য দিয়ে যাওয়ার সময় স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় হামলার ঘটনাটি ঘটে।

গুলির ঘটনার পর রাজ্য পুলিশ এবং ন্যাশনাল গার্ড সন্দেহভাজনদের খুঁজে বের করতে অভিযান শুরু করে।

 

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি বলেছে, এ ঘটনায় বেসামরিক বলে ধারণা করা দুই ব্যক্তিও নিহত হয়েছে। তবে এই সংখ্যাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেনি। 

পৌর নিরাপত্তা সচিব এক বিবৃতিতে বলেছেন, ‘বুধবার সন্ধ্যায় সেলায়া থেকে সালভাতিয়েরার পর্যন্ত চলে যাওয়া মহাসড়কে সশস্ত্র আক্রমণের পর পৌরসভার পুলিশ সদর দপ্তরের চার সদস্য মারা গেছেন।

 

এএফপির তথ্য অনুসারে, গুয়ানাজুয়াতোর বড় অংশে অপরাধী চক্রের উপস্থিতি এবং কার্যকলাপের কারণে এটি মেক্সিকোর সবচেয়ে সহিংস রাজ্যগুলোর মধ্যে একটি। ২০২৩ সালে সেখানে তিন হাজারেরও বেশি হত্যাকাণ্ড নথিভুক্ত করা হয়েছে। এনজিও কজ এন কমুনের (সাধারণ কারণ) হিসাবে, ২০২৩ সালে সর্বাধিকসংখ্যক পুলিশ হত্যার রাজ্য ছিল গুয়ানাজুয়াতো। সেখানে ৬০ জন নিহত হয়েছে।

 

গণমাধ্যমটি আরো জানিয়েছে, ১৭ ডিসেম্বর গুয়ানাজুয়াতোতে তরুণ মেক্সিকানদের একটি ক্রিসমাস পার্টিতে বন্দুকধারীরা গুলি চালালে ১১ জন নিহত হয়। এর আগে ৮ ডিসেম্বর সিলায়ায় পাঁচ মেডিক্যাল শিক্ষার্থীর মৃতদেহ পাওয়া যায়। এ ছাড়া ২০০৬ সালের ডিসেম্বর থেকে ফেডারেল সরকার মাদকের বিরুদ্ধে একটি বিতর্কিত সামরিক অভিযান শুরু করে। সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০০৬ সাল থেকে মাদক সম্পর্কিত সহিংসতায় চার লাখ ২০ হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন