বাইডেন ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট ঃজরিপ

মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে ঃ৩ নভেম্বর ভোটের আগে প্রায় সব জরিপেরই ইঙ্গিত, যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। জয়-পরাজয়ের হিসাব চূড়ান্ত করা দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ঢের এগিয়ে বাইডেন।    ৭৭ বছর বয়সী বাইডেন জিতলে কৃষ্ণাঙ্গদের অধিকার রক্ষা আর অভিবাসন ইস্যুতে ট্রাম্পের চেয়ে উদার হবেন বলে মনে করা হচ্ছে।    ডোনাল্ড ট্রাম্পের আমলে বর্ণবাদবিরোধী আন্দোলনে যুক্তরাষ্ট্রের রাজপথ ছিল উত্তাল। অধিকার হরণ, নানামুখী নির্যাতন আর কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনা বিশ্বব্যাপী ভাবমূর্তি ধসিয়েছে উন্নত এ দেশটির। তাই সাড়ে ১২ শতাংশ কৃষ্ণাঙ্গ ভোটারের অধিকাংশই ডেমোক্র্যাট নেতা জো বাইডেনের পক্ষে যাবে বলে মনে করা হচ্ছে।    অভিবাসীবান্ধব মনোভাবের কারণে বিভিন্ন দেশ থেকে এসে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়া ভোটারদেরও কাছে পাবেন বাইডেন। মুসলিম বিদ্বেষ ছড়ানোর কারণে ট্রাম্পের ব্যালটে ভোট দেবেন না মুসলিমরা, মনে করা হচ্ছে এমনটাও। এতে মুসলিমদের ১ শতাংশ ভোট যেতে পারে ডেমোক্র্যাটদের ঘরে। তবে বাইডেনের মূল চ্যালেঞ্জ শেতাঙ্গদের ভোট। কারণ তাদের অধিকাংশই ট্রাম্পের পক্ষে যাবে বলে জরিপগুলোতে উঠে এসেছে।    নিবন্ধিত ৬০ শতাংশ শ্বেতাঙ্গ ভোটার বলছেন, তারা ট্রাম্পকে ভোট দেবেন। অন্যদিকে বাইডেনের পক্ষে রয়েছেন ৩৮ শতাংশ।    কৃষ্ণাঙ্গ ভোটারদের ৯১ শতাংশ বলছেন, তারা বাইডেনকে ভোট দেবেন। আর ট্রাম্পের পক্ষে সমর্থনের কথা জানিয়েছেন মাত্র ৬ শতাংশ কৃষ্ণাঙ্গ ভোটার।    মার্কিন গণমাধ্যমের করা জরিপে বলা হচ্ছে, ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্যগুলো, অর্থাৎ সুইং স্টেটে মূল লড়াইটা দেখা যাবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন