পদ্মভূষণ পাচ্ছেন মিঠুন-ঊষা উত্থুপ

ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মবিভূষণে ভূষিত হতে চলেছেন বাংলা তথা বলিউডের জনপ্রিয় দুই তারকা মিঠুন চক্রবর্তী ও ঊষা উত্থুপ। বৃহস্পতিবার এবছরের পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতী ব্যক্তিদের বেছে নেওয়া হয় পদ্ম পুরস্কারের পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী বিভাগে। দক্ষিণের জনপ্রিয় ও বর্ষীয়ান তারকা চিরঞ্জীবীও পাচ্ছেন এ বছর পদ্মবিভূষণ সম্মাননা।

 

এবার মোট ১৭ জনকে পদ্মভূষণে ভূষিত করা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে সেই সম্মানে ভূষিত হয়েছেন তিনজন। শিল্প বিভাগে পদ্মবিভূষণ পেয়েছেন মিঠুন চক্রবর্তী এবং উষা উত্থুপ। আর মরণোত্তর পদ্মভূষণে ভূষিত হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সত্যব্রত মুখোপাধ্যায়।

 

মিঠুন চক্রবর্তী বাংলা সিনেমা তথা ভারতীয় সিনেমায় অন্যতম সেরা তারকা। একাধারে বাংলা, হিন্দি ভাষায় অভিনয় করেছেন তিনি। জাতীয় পুরস্কারও পেয়েছেন এই অভিনেতা। মিঠুনের সঙ্গে পদ্ম পুরস্কারে নাম ঘোষণা হয়েছে সংগীতশিল্পী উষা উত্থুপের।

বাংলা, হিন্দির মতো তাঁর একাধিক গান তুমুল জনপ্রিয়তা পায় যা আজও শ্রোতাদের প্রিয়। একেবারেই ভিন্ন ধাঁচের কণ্ঠ ও গানের জন্য পরিচিত উষা ক্যারিয়ারে একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন। সেই তালিকায় এবার যুক্ত হল পদ্মভূষণ।

 

1

রেজওয়ানা চৌধুরী বন্যা

বাংলাদেশ তথা উপমহাদেশীয় অঞ্চলের নন্দিত কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ‘পদ্মশ্রী’ সম্মাননার জন্য মনোনীত হয়েছেন। দুই বাংলায় রবীন্দ্র সংগীতে অবদান রাখার জন্য রেজওয়ানা চৌধুরী বন্যার নাম পদ্মশ্রী বিভাগে ঘোষণা করা হয়।

 

ভারতের প্রজাতন্ত্র দিবসের এক দিন আগে বৃহস্পতিবার ‘পদ্ম পুরস্কার ২০২৪’ ঘোষণা করা হয়। এ বছর পদ্ম পুরস্কারের তিন বিভাগে ১৩২ জনের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ‘পদ্ম বিভূষণ’ ৫ জন, ‘পদ্ম ভূষণ’ ১৭ জন এবং ‘পদ্মশ্রী’র তালিকায় ১১০ জনের নাম ঘোষণা করা হয়েছে। ২০২৪ সালের মার্চ-এপ্রিলে রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি পদ্ম সম্মাণের ঘোষিতদের হাতে পদক তুলে দেবেন। সম্মাননা প্রদান করে থাকেন।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন