অতীত টেনে নিজের ভবিষ্যৎ জানালেন মাশরাফি

হারের পর কাউকে ঢাল বানাতে চান না মাশরাফি বিন মতুর্জা। সিলেট স্ট্রাইকার্স যেদিন ম্যাচ হারে, সেদিন সংবাদিকদের প্রশ্নবানের সামনে নিজ দলের কাউকে ঠেলেন না অধিনায়ক। গত বিপিএলের মতো এবারও তার ব্যত্যয় হয়নি। এখন পর্যন্ত টানা তিন ম্যাচ হেরেছে সিলেট, সবগুলোতে হারের ব্যাখ্যা দিতে আসেন তিনি।

 

শুক্রবার তেমনই একটা দিন ছিল। বরাবরের মতো দলের হারের কারণ জানানোর সঙ্গে মাশরাফি নিজেকে নিয়েও কথা বলতে বাধ্য হলেন। 

সিলেটের যে সংবাদ সম্মেলন কক্ষে বসে নিজের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচের সংবাদ সম্মেলন করেছিলেন মাশরাফি, শুক্রবার সেখানে বসে অতীতে ফিরে গেলন তিনি। সেখান বসে নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে আবার প্রশ্নের মুখে পড়তে হলো তাকে।

চোট নিয়েও কেন এখনো খেলা চালিয়ে যাচ্ছেন? 

 

এমন প্রশ্নে মাশরাফি বলেন, ‘আমি এই প্রেস কনফারেন্স রুম থেকেই অবসরে গিয়েছি। তখনো আমি বলেছি, আমি কিন্তু খেলব। আন্তর্জাতিক তো সেদিনই বন্ধ করেছি। ঘরোয়া বা ফ্র্যাঞ্চাইজিতে দল কী চায়, সেটার ওপর নির্ভর করে।

এখানে তো ক্যারিয়ারের বিষয় না। টিম ম্যানেজম্যান্ট যদি আপনাকে চায় তাহলে দলে নেবে।’

 

এবার হাঁটুর চোট নিয়েও বিপিএল খেলার কারণ জানিয়ে বলেন, ‘আমি তো বলেছিলাম আমি ক্রিকেট খেলব। আমি আমার খেলা উপভোগ করি। শেষ বছর পর্যন্ত পায়ে কোনো রকম সমস্যা হয়নি।

হঠাৎ চার মাস আগে ব্যথা অনুভব করি। আমি জানি না কী হয়েছে। ডাক্তার দেখিয়েছি পরে বলেছে ছোট একটা অপারেশন লাগবে। আমি নিজেও চাইনি (খেলতে) যেহেতু পুরো ফিট না। তবে ওই যে বললাম, সব কিছুতে যদি-কিন্তু থাকে। কিছু চাওয়া, কিছু পাওয়ার ব্যাপার থাকে।’

 

এরপরই প্রশ্ন উঠল, তাহলে আর কতদিন খেলা চালিয়ে যাবেন মাশরাফি? ৪১ বছর বয়সী এই ক্রিকেটার তার শেষ বিপিএল খেলছেন কি না সেই আলোচনাও হলো। মাশরাফি এখনো ক্রিকেট ক্যারিয়ারের ফুলস্টপ টানতে চান না বলে জানালেন।

 নিজের ভবিষ্যৎ জানাতে গিয়ে বললেন, ‘হতে পারে (আগামীবার খেলা)। আমার পা যদি ঠিক থাকে হতে পারে। আমি আমার মতো করেই করতে চাই।’

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন