গাজায় জিম্মি তিন ইসরায়েলি নারীর ভিডিও প্রকাশ করল হামাস

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস শুক্রবার একটি ভিডিও প্রকাশ করেছে, যাতে দেখা যাচ্ছে, ৭ অক্টোবর ইসরায়েলে গোষ্ঠীটির হামলার পর থেকে গাজায় তিনজন ইসরায়েলি নারীকে জিম্মি করে রাখা হয়েছে। পাঁচ মিনিটের ভিডিওতে দেখা যাওয়া দুই নারী—ড্যানিয়েলা গিলবোয়া ও করিনা আরিয়েভ বলেছেন, তাঁরা ইসরায়েলি সেনা। তৃতীয় নারী ডোরন স্টেইনব্রেচার বলেছেন, তিনি একজন বেসামরিক নাগরিক। এএফপির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

 

এএফপি অফিশিয়াল ও কমিউনিটি সোর্স ব্যবহার করে ভিডিওতে দেখা যাওয়া তিন নারীকে শনাক্ত করেছে। জিম্মি নারীরা বলেছেন, তাঁদের ১০৭ দিন ধরে আটকে রাখা হয়েছে। সেই হিসাবে ভিডিওটি রবিবার ধারণ করা হতে পারে।

গাজায় গণহত্যা হিসেবে বিবেচিত যেকোনো কর্মকাণ্ড ঠেকাতে ইসরায়েলের সব ধরনের ব্যবস্থা নেওয়া উচিত বলে জাতিসংঘের শীর্ষ আদালতের রায়ের পরপরই ভিডিওটি প্রকাশ করা হয়েছে।

আদালত ৭ অক্টোবর হামলার সময় অপহৃত জিম্মিদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছেন।

 

 

ইসরায়েলি সরকারের পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপির তথ্য অনুযায়ী। ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার ফলে প্রায় এক হাজার ১৪০ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। যোদ্ধারা প্রায় ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায়।

ইসরায়েল বলেছে, তাদের মধ্যে প্রায় ১৩২ জন এখনো গাজায় রয়েছে, যার মধ্যে কমপক্ষে ২৮ জন মৃত জিম্মির লাশও রয়েছে।

 

অন্যদিকে হামাস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে, ইসরায়েলি বোমাবর্ষণ ও স্থল আক্রমণে গাজা উপত্যকায় অন্তত ২৬ হাজার ৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের প্রায় ৭০ শতাংশ নারী, ছোট শিশু এবং কিশোর-কিশোরী।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন