মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সদস্যরা ইউক্রেনের জন্য সহায়তা তহবিলে সমর্থন না দেওয়ায় গত শুক্রবার তাঁদের তিরস্কার করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন সরকার মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্র সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসীদের ঢল ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ—এ অভিযোগে রিপাবলিকান সদস্যরা ইউক্রেনের সহায়তা বিল আটকে রেখেছেন।
প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য সহায়তা বিল পাসের তাগিদ দিয়ে এক বিবৃতিতে বলেছেন, ‘সীমান্ত সমস্যা নিরসনে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের সদস্যরাই নিবিড়ভাবে কাজ করছেন। আলোচনার মধ্য দিয়ে আইন পাস হলে আমাদের দেশের সীমান্ত সুরক্ষিত করার জন্য সবচেয়ে কঠিন এবং ন্যায্যতম সংস্কার হবে এটি।
আপনারা যদি সীমান্ত সুরক্ষার ব্যাপারে ঐকান্তিক হন, দুই দল মিলে বিল পাস করুন, আমি তাতে স্বাক্ষর করব।’
রুশ সামরিক অভিযানের বিরুদ্ধে ইউক্রেনের লড়াই অনেকটাই নির্ভর করছে মার্কিন তথা পশ্চিমা সামরিক ও আর্থিক সহায়তার ওপর। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের রিপাবলিকান দলীয় স্পিকার মাইক জনসন বলেছেন, ‘রুশ আক্রমণের বিরুদ্ধে মরিয়া হয়ে লড়াইয়ের জন্য ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা নবায়ন অনুমোদন করতে কংগ্রেস প্রস্তুত নয়। কারণ, এর পাশাপাশি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত সুরক্ষিত রাখার জন্য কোনো চুক্তির উদ্যোগ নেই।
অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের প্রধান পথ এটি।’
স্পিকার এক চিঠিতে সিনেটরদের জানান, কোনো চুক্তিতে পৌঁছতে সিনেট সক্ষম নয় বলে মনে হচ্ছে। যেকোনো ক্ষেত্রেই তাঁর দল প্রতিনিধি পরিষদেও এটি অনুমোদন করবে না। এদিকে স্থানীয় সরকারের এক ফোরামে বক্তৃতাকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের সঙ্গে কোনো সমঝোতায় যাবে না তাঁর দেশ।
পুতিন বলেন, যুদ্ধের ফলে রাষ্ট্র হিসেবে ইউক্রেন প্রচণ্ড ঝাঁকুনির মুখে পড়বে।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন