কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম মনে রাখার মতো একটা ম্যাচেরই সাক্ষী হলো। যেখানে মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে এক রানের রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে এটি টানা তৃতীয় জয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের।
বাংলাদেশের মেয়েদের দেওয়া ১১৫ রানের লক্ষ্য তাড়ায় শেষ ওভারে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের দরকার ছিল ৯ রান।
নো বলের সঙ্গে জান্নাতুল মাওয়ার প্রথম বল থেকে দুই রান নেন ভিশ্মি গুনারাথনা। পরের বল থেকেও দুই রান। দ্বিতীয় বল ডট। তৃতীয় বলে গুনারাথনাকে ডিপ এক্সট্রা কাভারে আশরাফি ইয়াসমিন আর্থির ক্যাচ বানিয়ে ফেরান জান্নাতুল।
চতুর্থ, পঞ্চম থেকে আসে একরান করে।
তবে শেষ বলে দুইরানের হিসেব মেলাতে পারেননি শশীনি গিমহানি বিজয়ারত্ন। উল্টো রান আউট হয়ে হতাশার পরিমাণ বাড়িয়েছেন। অথচ ছোট লক্ষ্য তাড়ায় যেমন শুরু দরকার ছিল, দুই ওপেনারের ব্যাটে তেমনই পায় শ্রীলঙ্কা।
১০.৩ ওভারের জুটিতে নেথমি পূর্ণা সেনারত্না ও দেওমি বিহঙ্গ বিজেরত্নে যোগ করেন ৫৬ রান। দেওমিকে ৩০ রানে ফিরিয়ে জুটি ভাঙেন রাবেয়া খান। কিছুক্ষণ পর তাঁকে অনুসরণ করেন ২৭ রান করা নেথমিও।
তবু মানুদি দুলানসা নানায়াক্কারা ও গুনারাথনার জুটিতে ম্যাচে ছিল শ্রীলঙ্কা। যদিও শেষ ওভার পর্যন্ত থেকেও শ্রীলঙ্কাকে জয় এনে দিতে পারেননি।
শ্রীলঙ্কার সম্পূর্ণ উল্টো অবস্থা ছিল বাংলাদেশের। স্বাগতিকরা প্রথম ৪ উইকেট হারায় ২৮ রানে। এখান থেকে দলকে লড়াইয়ের মতো পুঁজি এনে দেন রাবেয়া খান ও আফিয়া আসিমা ইরা। রাবেয়া ৪০ বলে ৬ চারে ৫০ রান করে অপরাজিত থাকেন। আফিয়া অবশ্য ৪৬ বলে ৪১ রান করে আউট হয়ে যান।
এক ম্যাচ হাতে রেখে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। বাংলাদেশের শেষ ম্যাচ আগামী বুধবার পাকিস্তান মেয়েদের বিপক্ষে। এর আগে আগামী পরশু শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তানের মেয়েরা। টুর্নামেন্টের ফাইনাল আগামী শুক্রবার।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন