মৌলভীবাজারে  সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

মৌলভীবাজার প্রতিনিধি,

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার সদর উপজেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মামুনুর রশীদ মামুনের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা শাখা, ছাত্রদল, যুবদল,স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

০১ (নভেম্বর) রবিবার মৌলভীবাজার শহরস্থ কাশিনাথ রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জুলিয়া শপিং  সেন্টারের সামনে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক গাজী মারুফ,সাবেক মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি, সাবেক জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক এম এ নিশাত।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক মুনাহিম কবির, জেলা যুবদল নেতা ওয়াহিদুজ্জামান জুনেদ, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এম এ হান্নান,সাবেক জেলা ছাত্রদল নেতা মাহবুবুর রহমান, জাকির আহমেদ শাফিন, রাজন আহমেদ,মৌলভীবাজার জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক শাহ আলম, জেলা ছাত্রদল নেতা কামরুল হাসান, মোজাম্মেল হোসেন সাজু, রুমেল আহমেদ,সাহেদ মিয়া, আজগর আলী, জনি চৌধুরী, সেজিম বখস, শেখ জুয়েল আহমেদ, শুভ আহমেদ, তাজুদ চৌধুরী প্রমুখ।

বক্তারা সন্ত্রাসী হামলা জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়।

উল্লেখ্য যে,গত  (২৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে  নিজের ব্যবসা প্রতিষ্ঠান  মদিনা অপটিকস এন্ড ওয়াচ এর  সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বের হওয়া মাত্র ৬/৭ জন অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মামুনুর রশিদের মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় কোপাতে থাকে এবং কিছু বুঝে ওঠার আগেই ওই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় আশপাশের ব্যবসায়ীরা রক্তাক্ত অবস্থায় মামুনুর রশিদকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে মামুনুর রশীদ মামুন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন