ফিল্মফেয়ারে ‘পাশ’ করল প্রশংসিত ‘টুয়েলভথ ফেল’

নেই কোনো বড় তারকা। নেই প্রচার-প্রচারণা! তবু গল্পের গাঁথুনি আর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। গত বছরের অন্যতম আলোচিত ও সফল চলচ্চিত্র ‘টুয়েলভথ ফেল’ দর্শক-সমালোচকদের মুগ্ধ করে অস্কারের দৌড়েও পৌঁছে যায়। তবে এ বছর অস্কারের মনোনয়নে জায়গা হয়নি সিনেমাটির।

তবে অস্কারের মনোনয়ন মিস করলেও ভারতের সবচেয়ে মর্যাদাপুর্ন চলচ্চিত্র পুরস্কার ফিল্মফেয়ার ছিনিয়ে নিয়েছে ‘টুয়েলভথ ফেল।’ ফিল্মফেয়ারের পরীক্ষায় সবচেয়ে বেশি মার্ক নিয়ে পাশ করল ‘টুয়েলভথ ফেল।’

 

এ বছর ৬৯তম ফিল্মফেয়ারে সেরা চলচ্চিত্রের পুরস্কার ঘরে তুলেছে ‘টুয়েলভথ ফেল।’ সমালোচক বিভাগে সেরা অভিনেতার পুরস্কারও পেয়েছে বিক্রান্ত ম্যাসি।

সেরা পরিচালকের ফিল্মফেয়ার পেয়েছেন বিধু বিনোদ চোপড়া। সেরা চিত্রনাট্য এবং সেরা সম্পাদনার পুরস্কারসহ মোট ৫টি ফিল্মফেয়ার পুরস্কার ওঠেছে প্রশংসিত টুয়েলভথ ফেল-এর ঘরে। 

 

এ বছর সেরা অভিনেতা হয়েছেন রণবীর কাপুর এবং সেরা অভিনেত্রী হয়েছেন আলিয়া ভাট। আজীবন সম্মাননায় ভূষিত করা হয়েছে পরিচালক ও প্রযোজক ডেভিড ধাওয়ানকে।

 

1

ফিল্মফেয়ারে বিক্রান্ত ও মেধা

গত বছর ২৭ অক্টোবর মুক্তি পেয়েছিল ‘টুয়েলভথ ফেল।’ বাস্তব ঘটনার প্রেক্ষাপটে লেখা অনুরাগ পাঠকের উপন্যাস ‘টুয়েলভথ ফেল’ অবলম্বনে পরিচালক বিধু বিনোদ চোপড়ার নির্মাণ এটি। ভারতের চম্বলের প্রত্যন্ত এলাকার বাসিন্দা মনোজ কুমার শর্মা কীভাবে প্রতিকূলতার সঙ্গে লড়াই করে আইপিএস অফিসার হয়েছিলেন, তাই নিয়েই মূল গল্প। বিধু বিনোদ চোপড়া আবারও নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন পরিচালনায়। যার ফলস্বরুপ ফিল্মফেয়ারও আদায় করে নিয়েছেন।

 

সিনেমাটিতে মনোজ কুমারের চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি। ২০ কোটি রুপি বাজেটের সিনেমা বক্স অফিসে ৬৪ কোটির বেশি আয় করেছে। আইএমডিবি রেটিংও ঈর্ষনীয় ৯.২ পয়েন্ট। ২৯ ডিসেম্বর ডিজনি প্লাস হটস্টারে প্রকাশিত হয়েছে ‘টুয়েলভথ ফেল।’

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন