আফ্রিকা কাপ অব নেশনসে আর ফেরা হচ্ছে না মোহামেদ সালাহর। রাউন্ড অফ সিক্সটিন থেকেই যে তাঁর দল মিসরের বিদায় ঘণ্টা বেজে গেছে। গতরাতে কঙ্গোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়নরা।
নির্ধারিত নব্বই মিনিট ১-১ সমতায় থাকার পর অতিরিক্ত ত্রিশ মিনিটেও কোন দল জাল খুঁজে পায়নি।
খেলা টাইব্রেকারে গড়ালে সেখানে বাজিমাত করেছে কঙ্গো। ম্যাচ জিতে নিয়েছে ৮-৭ ব্যবধানে।
সান পেদ্রোতে ম্যাচের ৩৭ মিনিটে মেশাক ইলিয়ার গোলে এগিয়ে যায় কঙ্গো। কিন্তু বিরতির আগেই সমতা ফিরিয়েছিল মিসর।
মোস্তফা মোহামেদের পেনাল্টি গোল ম্যাচে রাখে মিসরকে। তবে অতিরিক্ত ত্রিশ মিনিটে খেলা গড়ালে ৯৭ মিনিটে লাল কার্ড দেখেন মোহামেদ হামদি, তাতে বিপদ বাড়ে মিসরের।
টাইব্রেকারে ৭-৭ সমতার পর শট নিতে আসেন দুই দলের গোলরক্ষক। মিসরের গোলরক্ষক আবু গাবালের শট চলে যায় পোস্টের উপর দিয়ে।
পরের শটে কঙ্গোর গোলরক্ষক লিওনেল মাপাসি জাল খুঁজে নিয়ে কঙ্গোকে নিয়ে যায় কোয়ার্টার ফাইনালে।
গ্রুপপর্বে ঘানার বিপক্ষে ম্যাচে হ্যামেস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন সালাহ। চোট কাটিয়ে মাঠে ফিরতে ফিরতে দুই ম্যাচ লাগবে বলে জানানো হয় দলের পক্ষ থেকে। পরবর্তীতে পুনর্বাসন প্রক্রিয়ার জন্য লিভারপুলের ফিরে যান সালাহ। এই তারকা ফরোয়ার্ডের অভাব যেন খুব করে টের পেল মিসর।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন