ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে অন্তর্জালে। মেকআপ ছাড়া একদম সাদামাটা মাহিকে দেখা গেছে সেখানে। ভিডিওটি দেখে অনেকে মাহির গায়ের রং নিয়ে কটু মন্তব্য করেছেন। বিষয়টি নজর এড়ায়নি মাহিরও।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তিকারীদের কড়া জবাবও দিয়েছেন।
মাহি লেখেন, ‘মাঝেমধ্যেই অভিনেত্রীদের স্কিন কালার নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য শোনা যায়। নিজের বাইরেও অনেকের পোস্টে এমন মন্তব্য চোখে পড়ে। কিন্তু একজন অভিনেতার ক্ষেত্রে কিন্তু তেমনটা ঘটে না।
এর কারণ আসলে অজানা। হয়তো আমরা অনেকেই মধ্যযুগীয় ধ্যান-ধারণা নিয়ে চলছি। আমি ব্যক্তিগতভাবে বরাবরই কাজকে গুরুত্ব দিয়েছি। এখন যে জায়গায় দাঁড়িয়ে সেখানেও অনেক চেষ্টা, কষ্ট, পরিশ্রম রয়েছে।
মানুষের ভালোবাসা রয়েছে। কিন্তু তার পরও মাঝেমধ্যে রং নিয়ে মানুষের এমন ট্রল করা আমাকে ভাবায়। যদিও গুটিকয়েক মানুষই কেবল এমনটা করে থাকেন। অথচ একজন মানুষকে, একজন অভিনেত্রীকে তার কাজ দিয়ে বিচার করা উচিত। অন্য কোনো কিছু দিয়ে নয়।
’
নিজের চেয়ে কাজের সমালোচনা করলে তিনি বেশি খুশি হন উল্লেখ করে তিনি লেখেন, কাজের সমালোচনা করুন, মাথা পেতে নেব। নিজেকে আরো শোধরানোর চেষ্টা করব। কিন্তু এভাবে গায়ের রং নিয়ে কথা বলে নিজের পরিচয় দেবেন না। আমি আপনাদের জন্য কাজ করছি, করে যাব। আপনাদের ভালোবাসায় থাকতে চাই, বাঁচতে চাই।’
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। ভালোবাসা দিবস উপলক্ষে বেশ কয়েকটি নাটকে কাজ করেছেন তিনি। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে ‘হায় রে প্রেম’ ও ‘যে জীবন তোমার আমার’সহ বেশ কয়েকটি নাটক।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন