গোপনে বাগদান সারলেন পুলকিত-কৃতি!

দীর্ঘদিন ধরেই প্রেম করছেন বলিউড তারকা পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা। ভক্তরাও এই জুটিকে খুব পছন্দ করেন। যদিও এই জুটির প্রেম একসময় ওপেন সিক্রেট ছিল। কিন্তু যখনই তাঁদের প্রেমের খবর প্রকাশ্যে আসে ভক্তদের একটিই প্রশ্ন ছিলো কবে বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি।

জানা গেছে, শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন তাঁরা। সম্প্রতি বাগদান সম্পন্ন করেছেন পুলকিত-কৃতি।

 

xfncgvnh

পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা

মূলত, সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিকে কেন্দ্র করে পুলকিত-কৃতির বাগদানের খবর চাউর হয়েছে। এসব ছবিতে বন্ধুদের সঙ্গে দেখা যায় পুলকিত-কৃতিকে।

নীল রঙের একটি আনারকলি পোশাক পরেছেন কৃতি। অন্যদিকে পুলকিতের পরনে সাদা রঙের কুর্তা। দুজনের বাঁ হাতের অনামিকায় শোভা পাচ্ছে আংটি।

 

এসব ছবি রিয়া লুথরা নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে।

আর ছবির ক্যাপশনে লেখেন, ‘আশীর্বাদ।’ তবে কৃতি-পুলকিত কেউ-ই এ ছবি প্রকাশ করেননি। এ জুটির বাগদান নিয়ে চর্চা শুরু হলেও এখনো কোনো বক্তব্য দেননি তারা।

 

dfxhtyh

পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা

২০১৪ সালে সালমান খানের রাখি বোন শ্বেতা রোহিরাকে বিয়ে করেন পুলকিত সম্রাট। কিন্তু বছর ঘুরতেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা।

২০১৯ সাল থেকে কৃতির সঙ্গে প্রেম করছেন তিনি। বেশ কিছু সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন পুলকিত-কৃতি। এ তালিকায় রয়েছে— ‘বীরে কি ওয়েডিং’, ‘পাগলপান্তি’, ‘তাইশ’।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন