আন্দোলন ছাড়া অধিকার আদায় হয় না : মুক্তিযোদ্ধা লুৎফর রহমান


অধিকার আদায়ে রাজপথের আন্দোলনের কোন বিকল্প নাই মন্তব্য করে ২০ দলীয় জোট শরিক জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেন, ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান নিয়ে সকলকে রাজপথে নেমে আসতে হবে।

সোমবার (২ নভেম্বর) নয়াপল্টনের দলীয় কার্যালয়ে জাগপা সহ-সভাপতি ও বগুড়া জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা  মরহুম আমির হোসেন মণ্ডলের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ঢাকা মহানগর আয়োজিত স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি মরহুম আমির হোসেন মণ্ডলের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মন্ডল আমৃত্যু শফিউল আলম প্রধানের নেতৃত্বে সাম্রাজ্যবাদী-আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন। দেশপ্রেমিক এই নেতার সততা ও দেশপ্রেম আমাদের রাজনৈতিক কর্মীর অনুপ্রেরনা যোগাবে।

খন্দকার লুৎফর রহমান বলেন,  দেশে কারও নিরাপত্তা নেই। সবাই ভয়ে আছে। রাষ্ট্রের মৌলিক পরিবর্তন প্রয়োজন। যে সমাজে ভিন্নমত পোষণ করা যায় না, সেই সমাজ হচ্ছে স্বৈরতান্ত্রিক। স্বৈরতান্ত্রিক এই সমাজ ভেঙ্গে গণতান্ত্রিক সমাজ নির্মানের আন্দোলন করতে রাজপথে নামতে হবে।

জাগপা ঢাকা মহানগর সভাপতি মো. হোসেন মোবারকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, বক্তব্য রাখেন দলের যুগ্ম সম্পাদক সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদউদ্দিন পাটোয়ারী, কেন্দ্রীয় নেতা তোফায়েল আহমেদ, নগর সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদ, সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক মনছুর আহমেদ প্রমুখ।
 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন