ফের মুক্তি পেছাল ‘কাজল রেখা’ সিনেমার

গিয়াস উদ্দিন সেলিমের স্বপ্নের সিনেমা ‘কাজল রেখা’। খুব যত্ন নিয়ে ছবিটি নির্মাণ করেছেন তিনি। তবে বেশ কয়েকবার মুক্তির তারিখ ঘোষনা করেও মুক্তি পিছিয়েছে সিনেমাটির। সর্বশেষ আগামী ৯ ফেব্রুয়ারি এটি মুক্তি পাওয়ার কথা ছিল।

তবে ফ্রেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে না সিনেমাটি। জানা গেছে,  সিনেমাটি আগামী বৈশাখে মুক্তি পাবে।

 

ষোলো শত শতকের ময়মনসিংহ গীতিকা ‘কাজল রেখা’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমাটি বৈশাখে মুক্তি দেয়ার কারণ জানিয়ে তিনি বলেন,‘বাঙালীর চিরায়ত  ঐতিহ্যের সঙ্গে মিশে আছে ‘কাজল রেখা’।

এ কারনে আমরা এটি বৈশাখে মুক্তি দিতে চাচ্ছি। তাছাড়া এর আগে ঈদও আছে। দুটোই বাঙালীর বড় উৎসব। সবদিক বিবেচনা করেই বৈশাখে এর মুক্তির তারিখ চুড়ান্ত করেছি।

এটি অনুদানের সিনেমা, তাই অনুদান কমিটি আগে দেখবে, এরপর এটি সেন্সরে যাবে। আশা করছি, শিগগিরই এর সেন্সর মিলবে। ’

 

গত বছর শেষের দিকে ‘কইন্ন্যা আঁকে গো আলপনা’  গান দিয়ে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়। এর পর ঢাকা ও কলকাতার বিভিন্ন মাঠে প্রচার চালান সিনেমার মূল অভিনয়শিল্পীরা।

‘কইন্ন্যা আঁকে গো আলপনা’ শিরোনামের গানটির সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

কণ্ঠ দিয়েছেন অবন্তী সিঁথি, অন্তরা মন্ডল ও হুমায়ারা ইশিকা। লিখেছেন গিয়াস উদ্দিন সেলিম। গানটি প্রকাশের পর থেকেই ইউটিউবসহ অন্যান্য সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। 

 

কাজল রেখার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও নবাগত  মন্দিরা চক্রবর্তী। বিভিন্ন চরিত্রে রয়েছেন রাফিয়াথ রশিদ মিথিলা, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাশার, সাদিয়া আয়মানসহ অনেকে। এ সিনেমায় কংকন দাসী চরিত্রে অভিনয় করছেন মিথিলা আর সুচ কুমার চরিত্রে শরিফুল রাজ।  সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি কানাডা, আমেরিকাসহ বিশ্বজুড়ে মুক্তি পাবে।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন