-মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে :মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ সুইং স্টেট (দোদুল্যমান) হিসেবে পরিচিত উইমিং, ফ্লোরিডা, পেনসিলভানিয়া ও অ্যারিজোনায় রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। ১ নভেম্বর রোববার প্রকাশিত নিউইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজ পরিচালিত জরিপের ফলাফল অনুসারে, ৩.২ শতাংশ ভুলত্রুটি-সংবলিত নর্দার্ন ব্যাটলগ্রাউন্ড উইসকনসিনে বাইডেন ট্রাম্পের চেয়ে ১১ শতাংশ ব্যবধানে এবং ২.৪ শতাংশ ভুলত্রুটি-সংবলিত পেনসিলভানিয়ায় ৬ শতাংশ ব্যবধানে এগিয়ে রয়েছেন। উইসকনসিনে বাইডেনের প্রতি ৫২ শতাংশ এবং ট্রাম্পের প্রতি ৪১ শতাংশ ভোটার সমর্থন জ্ঞাপন করেছেন। আর পেনসিলভানিয়ায় ৪৯ শতাংশ ভোটার বাইডেনের প্রতি এবং ৪৩ শতাংশ ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন। এদিকে সানবেল্ট স্টেট ফ্লোরিডায় ৩.২ শতাংশ ভুলত্রুটি-সংবলিত জরিপ ফলাফলে বাইডেনের প্রতি ৪৭ শতাংশ এবং ট্রাম্পের প্রতি ৪৪ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছেন। আর ২.৪ শতাংশ ভুলত্রুটি-সংবলিত জরিপ ফলাফলে অ্যারিজোনায় ৪৯ শতাংশ ভোটার বাইডেনের প্রতি এবং ৪৩ শতাংশ ভোটার ট্রাম্পের প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন। উল্লেখ্য, ২০১৬ সালে ভোট প্রয়োগ করেননি এমন নতুন ভোটাররা ট্রাম্পের তুলনায় বাইডেনের প্রতি ঈর্ষণীয়ভাবে সমর্থন জ্ঞাপন করেছেন। নতুন ভোটারদের মধ্যে উইসকনসিনে ১৯ শতাংশ, ফ্লোরিডায় ১৭ শতাংশ এবং পেনসিলভানিয়া ও অ্যারিজোনায় ৭ শতাংশ ভোটার ট্রাম্পের চেয়ে বাইডেনের প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন। এবারের নির্বাচনে নতুন ভোটারদের আগ্রহ-উদ্দীপনা এবং আগাম ভোটদাতার সংখ্যা অতীতের সকল রেকর্ডকে হার মানিয়েছে। ইতিমধ্যে ৯ কোটিরও বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন বলে জানা গেছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন