বক্স অফিসে রীতিমতো তাণ্ডব চালিয়েছে রণবীর কাপুরের অ্যানিমেল। আয় করে নিয়েছে ৯০০ কোটির উপরে। গত বছরের অন্যতম সেরা ব্লকবাস্টার চলচ্চিত্রটি ছিল তুমুল আলোচনায় ও সমালোচনায়। নতুন বছরের শুরুতেই ওটিটিতে মুক্তি পায় অ্যানিমেল।
এবার ওটিটির পর্দায়ও দাপট অ্যানিমেলের।
২৬ জানুয়ারি স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স ওটিটিতে প্রকাশ করেছে রণবীরের অ্যানিমেল। হিন্দি ছাড়াও ওটিটি প্ল্যাটফর্মে তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড় ভাষায় প্রকাশ হয়েছে অ্যানিমেল। আর প্রকাশের পাঁচ দিন পরে চলচ্চিত্রটি প্রায় ২ কোটি ঘন্টা সময় ধরে দেখেছে ৬.২ মিলিয়ন দর্শক।
প্রকাশের প্রথম সপ্তাহে নেটফ্লিক্স-এর নন-ইংরেজি ফিল্ম তালিকায় ৪ নম্বরে উঠে এসেছে অ্যানিমেল।
সিনেমাহল এবং ওটিটির দর্শকদের কাছে তুমুল সাড়া পাওয়ার পাশাপাশি বছরসেরা পুরস্কারের মঞ্চেও দাপট বজায় রেখেছে অ্যানিমেল। এ বছর ৬৯তম ফিল্মফেয়ারে অ্যানিমেলের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন রণবীর কাপুর। সেরা অভিনেতাসহ ৬টি বিভাগে সেরার পুরস্কার জিতে নিয়েছে অ্যানিমেল।
সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। তাঁর বাবার ভূমিকায় রয়েছেন অনিল কাপুর। স্ত্রীর ভূমিকায় রাশ্মিকা মান্দানা। খলনায়ক হিসেবে অভিনয় করেছেন ববি দেওল। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শক্তি কাপুর ও তৃপ্তি দিমরি।
সিনেমাটি ভারতে ৫৫০ কোটির বেশি এবং বিশ্বব্যাপী ৯০০ কোটির বেশি আয় করেছে। এবার ওটিটিতে জাদু দেখাতে আসছে অ্যানিমেল।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন