লাতিন অঞ্চলের প্যারিস অলিম্পিক বাছাইয়ে প্রথম ম্যাচ ড্রয়ের পর টানা দুই ম্যাচ জিতে নিয়েছে আর্জেন্টিনা। আজ চিলিকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে হাভিয়ের মাসচেরানোর দল। তাতে বাছাইয়ের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে দলটি।
ভেনিজুয়েলার মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে আর্জেন্টিনাকে প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের শেষ মিনিট পর্যন্ত।
৪৫ মিনিটে দলকে এগিয়ে নেন থিয়াগো আলমাদা। মধ্যবিরতি থেকে ফিরে পেনাল্টি থেকে সেই আলমাদাই ব্যবধান বাড়ান।
দুই গোলে এগিয়ে থেকে চিলির ওপর আরো চড়াও হয় আর্জেন্টিনার। ৬১ মিনিটে সান্তিয়াগো ক্যাস্ত্র, ৭৯ মিনিটে অ্যারন ফাকুন্দো এবং যোগ করা প্রথম মিনিটে লুসিয়ানো গুনদোর গোল বড় জয় নিশ্চিত করে।
আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ উরুগুয়ের সঙ্গে। যারা ইতিমধ্যে বিদায় নিয়েছে। 'বি' গ্রুপ থেকে আর্জেন্টিনার সঙ্গী হয়েছে প্যারাগুয়ে। 'এ' গ্রুপ থেকে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল।
সেলেসাওদের সঙ্গী হবে ভেনিজুয়েলা অথবা ইকুয়েডর। চূড়ান্ত পর্বের চার দলের মধ্যে দুই দল টিকিট কাটবে প্যারিস অলিম্পিকের।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন