কিংবদন্তি অভিনেত্রী চিটা রিভেরা মারা গেছেন

যুক্তরাষ্ট্রের থিয়েটারের কিংবদন্তি অভিনেত্রী চিটা রিভেরা মারা গেছেন। গতকাল সকালে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। দুইবার টনি অ্যাওয়ার্ডজয়ী এই তারকা মৃত্যুর আগে কিছুটা অসুস্থ ছিলেন বলে জানা গেছে।

 

ব্রডওয়ে প্রোডাকশন (মঞ্চ নাটক) ‘ওয়েস্ট সাইড স্টোরি’র মূল চরিত্র আনিতা কিংবা ‘কিস অব দ্য স্পাইডার ওমেন’র নামভূমিকায় অভিনয় করেছেন এই অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে মুখপাত্র মার্লে ফ্রিমার্ক বলেছেন, ‘খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে, আমাদের প্রিয় ব্রডওয়ে আইকন চিটা রিভেরা মারা গেছেন। তার সঙ্গে আমার বন্ধুত্ব ৪০ বছরের বেশি সময়ের।’

কিছু দিন আগেই চিটা রিভেরার জন্মদিন ছিল।

ওই সময় তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার প্রায়শ মনে হতো, আমাদের দুটি জীবন থাকা উচিত; একটি চেষ্টা করে দেখার জন্য, আরেকটি-আগামীতে কী আসছে, তা জানার জন্য।’

 

চিটা রিভেরার পুরো নাম ডলোরেস কনচিটা ফিগুয়েরা দেল রিভেরো অ্যান্ডারসন। তার জন্ম ১৯৩৩ সালের ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। ১৯৫০ সালে মঞ্চনাটক ‘গাইজ অ্যান্ড ডলস’-এ নৃত্যশিল্পী হিসেবে তার অভিষেক হয়।

 

পরবর্তীতে তাকে দেখা গেছে ‘ওয়েস্ট সাইড স্টোরি’, ‘শিকাগো’, ‘দ্য রিঙ্ক’, ‘বাই বাই বার্ডি’, ‘মার্লিন’, ‘জেরিস গার্লস’সহ বহু থিয়েটার প্রযোজনায়। এছাড়া চিটা রিভেরা কাজ করেছেন ‘সুইট চ্যারিটি’, ‘টিক টিক…বুম!’ ইত্যাদি সিনেমায়।

চিটা রিভেরা যুক্তরাষ্ট্রের থিয়েটার শিল্পে মর্যাদাপূর্ণ পুরস্কার টনি অ্যাওয়ার্ড পেয়েছেন দুইবার। এছাড়া দুটি ড্রামা ডেস্ক অ্যাওয়ার্ড, একটি ড্রামা লিগ অ্যাওয়ার্ড, প্রথম লাতিন তারকা হিসেবে কেনেডি সেন্টার সম্মান ও ২০০৯ সালে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম লাভ করেছেন। এছাড়া ২০১৮ সালে তাকে টনি অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননাও প্রদান করা হয়েছিল।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন