শতাধিক শিল্পী নিয়ে এফডিসিতে ‘রাজকুমার’র গানের শুটিং

‘প্রিয়তমা’ ছবির সাফল্যের পর হিমেল আশরাফ শুরু করেছেন ‘রাজকুমার’ ছবির শুটিং। এরই মধ্যে বাংলাদেশের অংশের শুটিং প্রায় শেষের দিকে। গত দুইদিন ধরে এফডিসিতে হয়েছে সিনেমাটির একটি গানের শুটিং।

গত মঙ্গলবার সকালে শুরু হয় শাকিব খানের ‘রাজকুমার’ ছবির গানের শুটিং।

যেটির সেট তৈরি করতে দুদিন সময় লেগেছে। গ্রামীণ মেলার আবহে এই সেট তৈরি করা হয়েছিল এফডিসির প্রশাসনিক ভবনের সামনে। এই গানে শাকিব খানকে একেবারে ভিন্ন লুকে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ঘুরছে সিনেমার শুটিংয়ের ছবি।

 

chghfg

‘রাজকুমার’র গানের শুটিংয়ে শাকিব খান 

জানা যায়, ‘স্বপন দেশের স্বপন নয়রে, এটাই জন্মভূমি আমার, মনের দেশে সবাই রাজা, আমি একাই রাজকুমার’ এমন কথার গানটির শুটিংয়ে শাকিব খানের সঙ্গে তিন শতাধিক নৃত্যশিল্পী অংশ নিয়েছেন।

xdgdfg

‘রাজকুমার’র গানের শুটিংয়ে শাকিব খান 

‘রাজকুমার’ চলচ্চিত্রের এই গানের কথা লিখেছেন ফেরারী ফরহাদ, সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। গ্রামীণ মেলার পটভূমির গানটির কোরিওগ্রাফি করেছেন ভারতের অশোক রাজা। তিনি এর আগেও শাকিব খানের ছবির গানের কোরিওগ্রাফি করেছেন।

 

xdgfg

‘রাজকুমার’ সিনেমায় কোর্টনি কফি ও  শাকিব খান 

গেল বছরের ১০ ডিসেম্বর পাবনায় রাজকুমার ছবির শুটিং শুরু হয়। এরপর চেন্নাইয়ে এক দফা মারপিটের শুটিং হয়। ঢাকার শুটিং শেষ করে আগামী ২ ফেব্রুয়ারি দিবাগত রাতে শাকিব খানসহ পুরো ইউনিট যাবেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। বাকি অংশের শুটিং সেখানেই হবে।

সিনেমাটির গল্প সম্পর্কে হিমেল আশরাফ বলেন, ‘গল্পটা একটা ছেলের জীবনের জার্নির গল্প।

পাবনা থেকে আমেরিকায় যায় শাকিব খান। আমরা সবাই জানি, আমেরিকায় সবাই ভালো ও উন্নত জীবনের জন্য যায়। কিন্তু এই ছেলেটি সে কারণে আমেরিকা যায় না। তার যাওয়ার পেছনে অন্য একটা কারণ থাকে। সে কিভাবে যায়, কেন যেতে চায়? এসব নিয়েই গল্পটা।’ 

 

এতে শাকিবের বিপরীতে দেখা যাবে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে। এ ছাড়া রয়েছেন সুবর্ণা মুস্তাফা, আফজাল হোসেন, ফারুক আহমেদ, ডা. এজাজ, মুকিত জাকারিয়াসহ অনেকে। আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন