লন্ডনে রোমফোর্ড রোডের আইভি লাউন্জে " বন্ধু উৎসব লন্ডন'২০২৪" পালন

gbn

বন্ধু'র সাথে বন্ধুর পথ, পাড়ি দিবো হোক শপথ" এমনি স্লোগান কে সামনে রেখে ইউকে বসবাসরত বাংলাদেশের ১৯৯৬ সালে এসএসসি পরীক্ষার্থী সকল বন্ধুদের সমন্বয়ে " সারা বাংলাদেশের ব্যাচ'৯৬" নামে বন্ধু সংগঠন টি গত ২৮ শে জানুয়ারী রোজ রবিবার যুক্তরাজ্যের লন্ডনে রোমফোর্ড রোডের আইভি লাউন্জে " বন্ধু উৎসব লন্ডন'২০২৪" পালন করে। প্রবাসী বন্ধু দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক অনন্য মাত্রা লাভ করে। চেনা অচেনা মানুষ গুলো শুধু মাত্র একই সালে পরীক্ষার্থী হওয়ায় সকল ভেদাভেদ ভুলে পরস্পরকে আপন করে নিয়েছিল মুহুর্তেই। অনুষ্ঠানটির পরতে পরতে অংশগ্রহনকারীদের আনন্দ উদযাপনে আইভি লাউন্জ যেনো একখন্ড বাংলাদেশ হয়ে উঠেছিলো। দীর্ঘ কর্মব্যাস্ততা আর হাজারো মাইলের দূরত্ব ঘুচিয়ে সহজেই আপন হয়ে গিয়েছিল বন্ধুসংগঠটনটির সকল সদস্যরা। বিভিন্ন শহর থেকে আগত বন্ধুদের ব্যাক্তিগত পরিচায় দিয়ে শুরু হয়ে, বাচ্চাদের জন্য গেমিং, বাচ্চাদের ছড়া, আবৃত্তি ও দেশাত্মবোধক গানের মধ্যে দিয়ে অনুষ্ঠান টি শুরু হয়ে বন্ধুদের কথায় ও গানে অনুষ্ঠান টি দারুন উপভোগ্য হয়ে উঠে। বন্ধু ও বন্ধু পরিবারের সকল সদস্যদের অভিব্যাক্তিতে বারবার সেটাই দৃশ্যমান হয়েছে। আয়োজক ও অংশগ্রহণকারীদের কথায় ও এটা স্পষ্ট ছিলো, বন্ধুদের সকল প্রয়োজনে পাশে থাকার দৃড় প্রত্যয় এবং প্রবাসী নিজ দেশ ও ধর্ম ও কৃষ্টি-সংস্কৃতি কে আকড়ে ধরে সামনে এগিয়ে যাওয়ার দৃপ্ত শপথ। ভবিষ্যতে আরো বড় পরিসরে এ আয়োজনটি আবার ফিরে আসবে সকল বন্ধুদের জন্য এরকম পূর্বাভাস ও পাওয়া গেলো অংশগ্রহণকারী বন্ধুদের কথায়।

আসলে বন্ধু এমন এক জিনিস যার সংগা কোন অবস্থায়ই পরিবর্তিত হয় না, প্রাণের টানে একত্রিত হবেই সেটা দেশ থেকে দেশান্তরে। অংশগ্রহণকারী বন্ধুদের মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য প্রদান করেন বন্ধু সাইফুল, রাসেল মাহমুদ, এডভোকেট শাখাওয়াত, রিয়াজ সরকার, হারুন অর রশিদ, সাইফউদ্দিন সাইফ, মোহাম্মদ ইসলাম, আরজু, তাকলিমা, মনির,সনি,আলামিন,আলাউদ্দিন সোহেল, আজীজ, সেতু, শাহেদ রশিদ, সাইফুল শিপন , সানোয়ার ,প্রদীপ, মহীউদ্দিন, মান্নান রানা ,রাকীব, আরিফ হোসাইন ,রাকিব , সানোয়ার, প্রমুখ উপস্থিত থেকে অনুষ্ঠানলে প্রানবন্ত করে তোলেন l বন্ধুদের স্বাগত বক্তব্যে সাইফুল সবাইকে স্বাগত জানান এবং ব্যাচ ৯৬ ইউকে কিভাবে কাজ করবে নির্দেশনামুলক কথা বলেন, রাসেল তার বক্তবে বাংলাদেশ ও ইউকে বন্ধুদের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করতে ব্যাচ ৯৬ বন্ধুদের সকলের প্রতি অনুরোধ জানিয়ে আগতদের ধন্যবাদ জানান, এডভোকেট শাখাওয়াত হোসেন টিটো তার বক্তব্যে বলেন বিলেতে এই প্রথম ব্যাচ-৯৬ আত্মপ্রকাশ করে, এই দিনটি আমাদের জন্য স্মরনীয় হয়ে থাকবে, আমরা প্রতি বছর বিভিন্ন সিজনাল প্রোগ্রাম, ঈদ পুনর্মিলনী, সমুদ্র বীচ ভ্রমন, বারবিকিউ , মাহে রমজানে ইফতার মাহফিল আয়োজন সহ বিভিন্ন শহরের বন্ধুদের একত্রিত করে বন্ধুদের সব রকম সমস্যা সমাধানে একসাথে কাজ করার করার প্রত্যায় ব্যক্ত করেন l অনুষ্ঠানে সাংস্কৃতিক বিনোদন ছিল অন্যরকম, বিলেতের খ্যাতনামা স্থানীয় শিল্পী শতাব্দী কর , শিল্পী মুনা, গীটারিস্ট পাপ্পু এবং তার টীম দেশের গান, আধুনিক গান, ব্যান্ড সংগীত পরিবেশন করে আগত অতিথিদের মাতিয়ে তোলেন!

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন