লন্ডন বাংলা প্রেসক্লাবের ইসি মেম্বার নির্বাচিত হওয়ায় আনোয়ার শাহজাহানকে সংবর্ধনা প্রদান

gbn

আব্দুল বাছির ||

লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচনে পুনরায় ইসি মেম্বার নির্বাচিত হওয়ায় আনোয়ার শাহজাহানকে সংবর্ধনা জানিয়েছে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে। গত ২৯ জানুয়ারি সোমবার পূর্ব লন্ডনের নিউ রোডস্থ একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উন্নয়ন সংস্থার ভাইস প্রেসিডেন্ট দেলওয়ার আহমদ শাহানের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি ইয়ামীম দিদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার উপদেষ্টা আতাউর রহমান আঙ্গুর, আফজল হোসেন চৌধুরী, আবজল হোসেন, আব্দুল লতিফ নিজাম, আমিনুর রশিদ খান, ইকবাল আহমদ চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির, ট্রেজারার শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক রেদওয়ান হোসেন রেজা, মেম্বারশিপ সেক্রেটারি জাকির হোসেন, ইসি মেম্বার মামুনুর রশিদ খান, রায়হান উদ্দিন, আজিজুর রহমান আজিজ প্রমুখ।

    আনোয়ার শাহজাহান লন্ডন থেকে প্রকাশিত স্বনামধন্য মাসিক ম্যাগাজিন লন্ডন বিচিত্রার সম্পাদক ছাড়াও অনলাইন নিউজ পোর্টাল আমাদের প্রতিদিনের সম্পাদক হিসেবে পরিচিত। এ ছাড়া তিনি এলভি২৪-এর জনপ্রিয় অনুষ্ঠান কমিউনিটি সংযোগের সঞ্চালক। 
গোলাপগঞ্জের প্রথম লিখিত ইতিহাসগ্রন্থ ‘গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য’সহ মুক্তিযুদ্ধবিষয়ক বেশ কয়েকটি গবেষণা গ্রন্থের লেখক তিনি। তাঁর গবেষণামূলক তিনটি বইয়ের ইংরেজি অনুবাদও প্রকাশিত হয়েছে।
আনোয়ার শাহজাহান দীর্ঘ আট বছর ধরে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন