চেলসিকে স্রেফ উড়িয়ে দিয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে ব্লুদের বিপক্ষে ৪-১ গোলে জিতে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান আরো সুসংহত করেছে অলরেডরা। ম্যাচজুড়ে আধিপত্য দেখানোয় লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের আরো গোল করতে না পারার আফসোসও আছে।
এ ম্যাচে আলো ছড়িয়েছেন স্বাগতিক ফরোয়ার্ড কনর ব্যাডলি।
এক গোলের পাশাপাশি করেছে দুইটি অ্যাসিস্ট। একটি করে গোল করেন দিয়েগো জোতা, দমিনিক সোবোসলাই ও লুইস দিয়াস। চেলসির একমাত্র গোলটি করেন ক্রিস্তোফা এনকুনকু।
ব্যবধান আরো বাড়তে পারত যদি না দারউন নুনিয়েজের চারটি প্রচেষ্টা পোস্টে লেগে না ফিরত, এর মধ্যে একটি ছিল পেনাল্টি।
এত এত মিসের কারণেই আরো গোল না পাওয়ার আফসোস ক্লপের,'আমরা আরো গোল করতে পারতাম এবং আরো গোল করা উচিত ছিল। আপনি চেলসির বিপক্ষে পাঁচ, ছয় গোল করতে পারবেন না যদি না দুর্দান্ত খেলে না থাকেন।'
এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে আছে লিভারপুল। যদিও পেপ গার্দিওলার দল এক ম্যাচ কম খেলেছে।
২২ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৫১। ২১ ম্যাচে ম্যানচেস্টার সিটি ৪৬ পয়েন্ট আর ২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তিনে আছে আর্সেনাল।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন