গ্যাবায় ঐতিহাসিক জয়ের পর ওয়ানডে সিরিজ শুরুর আগে আলোচনার কেন্দ্রে ছিল ওয়েস্ট ইন্ডিজ। যদিও মেলবোর্নে প্রথম ওয়ানডেতে আজ ক্যারিবীয়দের উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া।
আগে ব্যাটিং করে ৪৮.৪ ওভারে ২৩১ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্যটা ৮ উইকেট ও ১১.৩ ওভার হাতে রেখেই তাড়া করে ফেলেছে অস্ট্রেলিয়া।
শুরুটা অবশ্য ভালো ছিল না অজিদের। ইনিংসের প্রথম ওভারে আউট হয়ে যান ট্রাভিস হেড। এরপর দ্বিতীয় উইকেট জশ ইংলিশ ও ক্যামেরন গ্রিনের ৭৯ রানের জুটি। ৬৫ রান করা ইংলিশকে ফিরিয়ে জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার গুদাকেশ মোতি।
৪৩ বলের ইনিংসটি এই উইকেট কিপার ব্যাটার সাজান ১০ চার ও এক ছক্কায়।
এরপর ওয়েস্ট ইন্ডিজকে আর কোনো সুযোগ দেননি গ্রিন ও স্টিভেন স্মিথ। তৃতীয় উইকেট অবিচ্ছিন্ন ১৪৯ রান যোগ করেন দুজন। গ্রিন ১০৪ বলে ৪ চার ও দুই ছক্কায় ৭৭ রানে অপরাজিত থাকেন।
তাঁর সঙ্গী অধিনায়ক স্মিথ অপরাজিত ছিলেন ৭৯ বলে ৭৯ রানে। তাঁর ইনিংসটি সাজানো ৮ চারে।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসটা ভাঙা-গড়ার। সফরকারীদের প্রথম ৪ উইকেট মাত্র ৫৯ রানের মধ্যে তুলে নেয় অস্ট্রেলিয়া। এর তিনটিই নেন অভিষিক্ত পেসার জাভিয়ের বার্টলেট।
তবে পঞ্চম উইকেটে রোস্টন চেজ ও কিসি কার্টির ১১০ রানের জুটি ভালোই ঘুরে দাঁড়িয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। অ্যাডাম জাম্পার বলে বোল্ড হয়ে চেজ ৫৯ রানে ফিরলে এই জুটি ভাঙে। এরপর আবার ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। যেখানে সর্বোচ্চ ৮৮ রান এসেছে কার্টির ব্যাট থেকে। দুর্ভাগ্যজনক রান আউটের শিকার না হলে হয়তো সেঞ্চুরিটা পেয়ে যেতেন। অস্ট্রেলিয়ার হয়ে ৯ ওভারে মাত্র ১৭ রান সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন বার্টলেট।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন