ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের টানা হামলা বৃহত্তর আঞ্চলিক সংঘাতের হুমকি তৈরি করছে বলে সতর্ক করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জসিম আল থানি।
যুক্তরাষ্ট্র সফরকালে কাতারের প্রধানমন্ত্রী ইসরায়েল-হামাস সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে তাঁদের ভূমিকা নিয়ে মার্কিন গণমাধ্যম এনপিআরের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘এই যুদ্ধ থামানোর জন্য আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়া উচিত। আমাদের নারী, শিশুসহ সেই জীবনগুলো রক্ষা করতে হবে যারা বিমান হামলা, ট্যাংকের গোলা, বোমাবর্ষণসহ সব কিছুর কারণে তাড়া খেয়ে পালাচ্ছে, মরছে।
’ ইসরায়েল-হামাস চুক্তি কখন সম্পন্ন হবে সে বিষয়ে নিশ্চিত নন জানিয়ে কাতারের প্রধানমন্ত্রী বলেন, ‘সব কিছুই দুই পক্ষের ওপর নির্ভর করছে।’
এদিকে প্রস্তাবিত একটি যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে হামাস নেতা ইসমাইল হানিয়া মিসরের রাজধানী কায়রো যাবেন বলে ধারণা করা হচ্ছে। প্যারিসে মধ্যস্ততাকারীদের আলোচনার পর ইসরায়েলের সঙ্গে ছয় সপ্তাহের একটি যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে হামাস। হামাসের একটি সূত্র একথা জানায়।
অন্যদিকে গাজায় ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণে মানবিক বিপর্যয় আরো তীব্র হয়ে উঠছে। ইসরায়েলের চার মাস ধরে অব্যাহত হামলায় গাজায় নিহতের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে। গতকাল স্থানীয় সময় দুপুরে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়। এই যুদ্ধে ৬৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন