রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান আগের দিনের সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানকে নিয়ে এতটাই প্রশ্ন শুনলেন যে এক পর্যায়ে বলেই বসলেন, পরের বার সাকিবকে পাঠাবেন তিনি। কথা অনুযায়ী কাজ করেছেন সোহান। আজ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে বড় জয়ের পর সাকিব এলেন সংবাদ সম্মেলনে। সেখানে কখনো হাসির ছলে, কখনো সিরিয়াস হয়ে তাকে ঘিরে জমে থাকা প্রশ্নের উত্তর দিলের সাকিব।
পাঠকদের জন্য সেই প্রশ্নোত্তর পর্ব...
প্রশ : কেমন আছেন?
সাকিব : আলহামদুলিল্লাহ
প্রশ্ন : চোখের বর্তমান অবস্থা কেমন?
সাকিব : ভালো আছে।
প্রশ্ন : আজও ব্যাটিং করতে সমস্যা হচ্ছিল মনে হলো...
সাকিব : আপনাকে কে বলেছে চোখের জন্য সমস্যা হচ্ছে?
প্রশ্ন : সোহান অনুরোধ করেছিলেন বলে এলেন?
সাকিব : অনুরোধ করেনি। অধিনায়ক অর্ডার দিয়েছে, আমি চলে এসেছি।
প্রশ্ন : আগের চেয়ে কমফোর্ট বেড়েছে?
সাকিব : এটা তো বলা মুশকিল।
আসলে যত রান করব তত কমফোর্ট লেভেল বাড়বে। রান যতক্ষণ করছি না ততক্ষণ রিদমটাও আসবে না, কমফোর্ট জোনও থাকবে না। এটাই স্বাভাবিক।
প্রশ্ন : হতাশা আছে?
সাকিব : না।
প্রশ্ন : গোল্ডেন ডাক মারলেন। যদিও আউট ছিলেন না, কিন্তু রিভিউ নিলেন না যে?
সাকিব : বুঝলাম যে খারাপ সময়ে সব কিছু খারাপ যায়।
প্রশ্ন : কোচ সালাউদ্দিন সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করছেন...
সাকিব : সবাই চেষ্টা করছে সাহায্য করার। যাতে করে আমি যে সমস্যা ফেস করছি উতরে যেতে পারি।
প্রশ্ন : সালাউদ্দিন বলেছিলেন, আপনার ব্যাটিং ঠিক না হলে আর ক্রিকেট খেলবেন না।
আপনার ভাবনা কী?
সাকিব : আপনাদের কথা নাই? অন্যদের ফেইজ ইউজ করেন ক্যান? আপনাদের কারও কোনো ইয়ে নাই। কে কী বলছে…। আমার এখন পর্যন্ত কোনো ভাবনা নাই। চেষ্টা করছি, আগে চেষ্টা শেষ করেন। পরেরটা পরে ভাববো।
প্রশ্ন : বোলার পরিচয়ে খেলা...
সাকিব : জিনিসটা হচ্ছে জীবনে কখনও এরকম করিনি। যেকোনো একটা সাইড দিয়ে খেলতে হয়েছে এরকম কখনও হয়নি। প্রথমবার। অবশ্যই রংপুর রাইডার্সের জন্য খারাপ লাগছে তারা যে প্রত্যাশা নিয়ে আমাকে দলে নিয়েছিল তার অর্ধেক আমি করতে পারছি অর্ধেক পারছি না। তারপরও তারা যেভাবে সাপোর্ট দিচ্ছে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। এরকম একটা ফ্র্যাঞ্চাইজিতে খেলতে পেরে আমি গর্বিত। এই সময়টায় যেভাবে টেক কেয়ার করেছে, আমার পরিস্থিতি বুঝেছে, যেভাবে হ্যান্ডেল করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আমার কিছু বলার নাই।
প্রশ্ন : সামনেই তো শ্রীলঙ্কা সিরিজ, জাতীয় দলে খেলার ব্যাপারে কী ভাবছেন?
সাকিব : এটা আসলে সময়ই বলে দেবে। টুর্নামেন্ট এখনও আছে। দেখি অবস্থা কী দাঁড়ায়। এরপর অফিসিয়ালদের সাথে কথা হবে এরপর সিদ্ধান্ত আসবে।
প্রশ্ন : চোখের সমস্যা কারণে ব্যাটিংয়ে সমস্যা হচ্ছে। কবে ঠিক হবে বলে মনে করেন?
সাকিব : জানি না, আমার এটা আইডিয়া নেই কখন ঠিক হওয়ার সম্ভাবনা আছে। এই যে বার বার চোখ চোখ চোখ করতেছেন, চোখের কোনো সমস্যা নেই; আপনি চশমা পরে যেটা দেখেন, আমি তার চেয়ে ভালো দেখি।
প্রশ্ন : তাহলে সমস্যা কোথায়?
সাকিব : কী সমস্যা আছে এটাই খুঁজার চেষ্টা করছি এখন।
প্রশ্ন : সিঙ্গাপুরে দেখিয়ে এলেন যে...
সাকিব : সিঙ্গাপুরে তো চোখ দেখিয়েছি, শরীর দেখিয়েছি। এটাই খুজছি সমস্যাটা কোথায় হচ্ছে। এটা বের করার চেষ্টা করছি, বাকিরাও চেষ্টা করছে।
প্রশ্ন : বলা হচ্ছে প্রেশারের কারণে...
সাকিব : কোন বিজ্ঞ বলেছে এটা? কোন ডাক্তার? কার রিপোর্ট? উনি তো আমারে দেখে নাই। উনার আমার সম্পর্কে বলাটা খুব মুশকিল যে আসলে আমার কী হচ্ছে। আপনি উনার কাছে আমার রিপোর্ট দিয়েছিলেন? আপনাকে কে বলেছে আমার কী সমস্যাটা আছে? স্টেটমেন্ট দিয়েছে বিসিবি… সেটা তারা বলছে।
প্রশ্ন : বারবার চেষ্টা করায় বেড়ে যাচ্ছে?
সাকিব : হ্যাঁ এটা তো ভালো প্রশ্ন যে বেড়ে যাচ্ছে কি না। মাঝে মাঝে আমারও চিন্তা হয়। এটা করে কি বেশি হচ্ছে? নাকি এটা করা ঠিক হবে? এখন এটা কীভাবে ফাইন্ড আউট করব? আপনি বলুন কীভাবে করা উচিৎ। আমিও এটা নিয়ে কনফিউজড। এখন চেষ্টা করে যদি ঘরে বসে থাকেন পরে আসেন, চেষ্টাই করলাম না।
প্রশ্ন : জাতীয় দলের অধিনায়কত্ব নিয়ে কী ভাবলেন?
সাকিব : বোর্ডের সাথে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে। না এখন পর্যন্ত এটা নিয়ে কোনো আলাপ হয়নি।
প্রশ্ন : আজও গ্যালারি থেকে ভুয়া-ভুয়া স্লোগান শুনতে হলো আপনাকে..
সাকিব : এটা খুব মজার বিষয়। আমি যখন ওদের ভুয়া ভুয়া বললাম ওরা সবাই খুশি হয়ে গেল। এবং তারপর দেখি সবাই আমার পক্ষে কথা বলছে। বুঝলাম না ঘটনাটা কি।
প্রশ্ন : এবার বিপিএলে দেশিদের পারফরম্যান্স কেমন দেখছেন?
সাকিব : আমার কাছে মনে হয় এটা নিয়ে আলোচনা না করাই ভালো। সবাই যার যার জায়গাতেই আছে, ভালো অবস্থানে আছে। বিপিএল কঠিন কম্পিটিশন। এবারের পিচও খুব আইডিয়াল না। গতবার পিচ ও কন্ডিশন দুইটাই ভালো ছিল এবং অনেক রান হচ্ছিল। যেটা আসলে এবার হচ্ছে না। জাতীয় দলের ক্রিকেটাররা বেশি খেলতে খেলতে একটু রিলাক্স হয়ে যায়। হয়ত এখানে সময় নিচ্ছে, এখান থেকে বিল্ডআপ করে হয়ত বিশ্বকাপে দল ভালো করবে। আমার মনে হয় না এটা নিয়ে হতাশা বা দুশ্চিন্তার কিছু আছে। আমি নিশ্চিত যারা দলে থাকবে যার যার জায়গা থেকে ভালোই করবে। দল হিসেবে গত এক, দেড় বছর টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো করছে। এ বছর বিশ্বকাপ আছে, আশা করব সবাই ভালো করে। একইসাথে টেস্টেও শুরু ভালো হয়েছে। কার সাথে যেন জিতলাম? নিউজিল্যান্ডের সাথে জিতলাম। শুরু ভালো হয়েছে, অনেক টেস্ট আছে, সবাই যেন ভালোভাবে খেলতে পারে। বেশ কয়েকটা ম্যাচ জিততে পারলে ভালো হবে। যেহেতু এই বছর অনেক খেলা আছে, প্রায় ১২-১৪ টি টেস্ট ম্যাচ। স্বাভাবিকভাবে আমাদের জন্য ভালো সুযোগ।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন