ব্রাদার্স-ফর্টিসের চার গোলের রোমাঞ্চ, চট্টগ্রাম আবাহনীর প্রথম জয়

gbn

এবারের লিগে প্রথম জয়ের স্বাদ পেয়েছে চট্টগ্রাম আবাহনী। সেটাও আবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে। দারুণ ফুটবল খেলে ম্যাচ জিতে নিয়েছে ২-০ গোলে। ফর্টিস এফসি ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার রোমাঞ্চকর ম্যাচে অবশ্য জেতেনি কেউ।

ম্যাচ শেষ হয়েছে ২-২ সমতায়।

 

আগের পাঁচ ম্যাচে তিন ড্রয়ের সঙ্গে চট্টগ্রাম আবাহনী হেরেছিল দুটিতে। জয়ের খোঁজে থাকা দলটি অবশেষে অপেক্ষা ফুরাল। আর শেখ জামালের জুলফিকার মাহমুদ মিন্টুর পথচলা শুরু হল হার দিয়ে।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে প্রথমার্ধে কোন দলই পারেনি লক্ষ্যভেদ করতে। মধ্যবিরতি থেকে ফিরেই চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে নেন মান্নাফ রাব্বী। বক্সের বেশ খানিকটা বাইরে থেকে বল নিয়ে বক্সে ঢুকে দারুণ ফিনিশিং করেন এই ফরোয়ার্ড। আর ৯০ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে ডেভিদ ওজুকুর দুর্দান্ত ফ্রিকিক জালে জড়িয়ে গেলে জয় নিশ্চিত হয় আবাহনীর।

৬ পয়েন্ট নিয়ে আটে উঠেছে তারা আর একই পয়েন্ট নিয়ে নয়ে নেমে গেছে শেখ জামাল।

 

দিনের অন্য ম্যাচে রাজশাহীতে দুইবার এগিয়ে গিয়েও জিততে পারেনি ব্রাদার্স ইউনিয়ন। পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরে আসে ফর্টিস এফসি। অষ্টম মিনিটেই ব্রাদার্সকে এগিয়ে নেন রাব্বী হোসেন রাহুল। প্রথমার্ধেই অবশ্য সমতা ফেরায় ফর্টিস।

৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন গাম্বিয়ান পা ওমর বাবু। ৬৯ মিনিটে মাহবুবুর রহমান সুফিলের গোলে আবারো এগিয়ে যায় ব্রাদার্স। তবে ভ্যালেরি গ্রিশেনের ৭৮ মিনিটে করা গোলে ম্যাচ শেষ হয় ২-২ সমতায়। ৬ পয়েন্টে ষষ্ঠ স্থানে ফর্টিস এবং ৩ পয়েন্টে তলানিতে ব্রাদার্স। 

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন