কলম্বো টেস্টে লড়াইয়ে ফিরেছে আফগানিস্তান। তৃতীয় দিন শ্রীলঙ্কার চাপিয়ে দেওয়া রানের বোঝা ভালোভাবেই সামাল দিয়েছে সফরকারীরা। দ্বিতীয় দিনের ৬ উইকেটে ৪১০ রানের সঙ্গে আর মাত্র ২৯ রান যোগ করে শেষ হয় শ্রীলঙ্কার প্রথম ইনিংস।
আফগানদের হয়ে পেসার নাভিদ জাদরান চার উইকেট নিয়েছেন।
দুটি করে উইকেট নিয়েছেন নিজাত মাসুদ ও কাইস আহমেদ। ২৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে আবার ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। তবে চাচা-ভাতিজার রেকর্ড ওপেনিং জুটি আর দ্বিতীয় উইকেট জুটির বীরত্বে ম্যাচে আছে আফগানরা।
এই টেস্ট দিয়েই বিরল এক ক্লাবে ঢুকে গেছেন চাচা নূর আলি জাদরান ও ইব্রাহিম জাদরান।
প্রথম ইনিংসে চাচা-ভাতিজার ওপেনিং জুটির স্থায়ীত্ব ছিল মাত্র দুই বল। তবে দ্বিতীয় ইনিংসে দুজন যোগ করেন ১০৬ রান। উদ্বোধনী জুটিতে টেস্ট ক্রিকেটে প্রথমবার শতরান দেখল আফগানিস্তান। ১৩৬ বলে নূর ৪৭ রানে আউট হলে জুটি ভাঙে।
তাঁর ইনিংসটি সাজানো ৪টি চারে।
এরপর দ্বিতীয় উইকেটে রহমত শাহকে নিয়ে ইব্রাহিমের আবার প্রতিরোধ। দুজন অবিচ্ছিন্ন ৯৩ রানের জুটি নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছেন। এই জুটিতে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন ইব্রাহিম। ২১৭ বলে ১০১ রান নিয়ে অপরাজিত আছেন তিনি।
তাঁর ইনিংসটি সাজানো ১১টি চারে।
ইব্রাহিমের সঙ্গী রহমত অপরাজিত আছেন ৪৬ রানে। তাঁর ৯৮ বলের ইনিংসে চার ৫টি। এখনো শ্রীলঙ্কার প্রথম ইনিংসের চেয়ে ৪২ রানে পিছিয়ে আছে আফগানিস্তান।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন