আট বছর পর সিনেমা, পরিচালক বললেন, ‘মেয়ে বিয়ে দেবার মতো ব্যাপার’

শুটিং শেষে প্রায় আট বছর অপেক্ষায় ছিলেন সবাই। মুক্তি পায়নি সিনেমা। এবার এলো মুক্তি মিছিলে। আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে নুরুল আলম আতিক পরিচালিত সিনেমা ‘পেয়ারার সুবাস’।

এরইমধ্যে সিনেমাটি নিয়ে প্রচারণা তুঙ্গে। কারণ সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে সিনেমাটি মুক্তির আগে এলো পোস্টার। সেই পোস্টার শেয়ার করে জয়া লিখেছেন, ‘পেয়ারার নাকে লাগে কীসের সুবাস?’

 

তবে খোদ পরিচালক লিখলেন ভিন্ন কথা।

তিনি পোস্টারটি শেয়ার করে লিখেছেন, ‘অবশেষে! মেয়ে বিয়ে দেবার মতো একটা বেপার...আনন্দ-ব্যাদনা বুঝতেছি না। আপনাদের পেয়ারার সুবাসে আমন্ত্রণ!’

 

চলচ্চিত্রটি নির্মাণের প্রায় আট বছর পর মুক্তি পেতে যাচ্ছে বলে জানান সিনেমার নির্মাতা আতিক। কালের কণ্ঠের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘সিনেমাটির শুটিং বেশ আগে থেকেই শুরু হয়েছে। কাজটি করতেও লম্বা সময় চলে গেছে।

তা ছাড়া নির্মাণপ্রক্রিয়ায় কিছু জটিলতা থাকার কারণে মুক্তিতে এত সময় লেগে গেছে।’

 

তিনি জানান, ২০১৬ সালে  ‘পেয়ারার সুবাস’-এর শুটিং শুরু হয়েছিল। এরপর কয়েক দফায় শুটিং পিছিয়ে, নানা জটিলতা পেরিয়ে ২০২০ সালে এর চিত্রায়ণ শেষ হয়। বাকি থাকে পোস্ট-প্রডাকশন। সেটা শেষ হতে লেগে গেছে আরো তিন বছর।

 

সিনেমাটিতে জয়া আহসান ছাড়া আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দিহান, সুষমা সরকার, মাহমুদ, নূর ইমরান মিঠু, মশিউল আলম, জয়িতা মহালনবিশ, আঁখি আফরোজ প্রমুখ।

উল্লেখ্য, সিনেমাটি দেশে মুক্তির আগেই রাশিয়ার মস্কো থেকে প্রশংসা কুড়িয়েছে। গত বছরের এপ্রিলে অনুষ্ঠিত ৪৫তম ‘মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছিল ‘পেয়ারার সুবাস’।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন