ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে এ খবর জানানো হয়।
প্যালেসের এক বিবৃতিতে বলা হয়, গতকালই রাজার ক্যান্সারের নিয়মিত চিকিৎসা শুরু হয়েছে। তিনি আপাতত জনসমক্ষে উপস্থিতি বন্ধ রাখবেন।
তবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে যাবেন।
কিছুদিন আগে রাজা চার্লস হাসপাতালে গিয়ে শারীরিক পরীক্ষা করান। পরে বলা হয়, তাঁর প্রস্টেট গ্রন্থির সমস্যা হয়েছে। তবে তা প্রবীণ অনেক পুরুষের যেমন হয় তেমনই।
ক্যান্সারের কোনো আশঙ্কা নেই। কিন্তু শেষ পর্যন্ত ক্যান্সারের খবরই দিল প্যালেস। প্যালেস বলেছে, এটি প্রস্টেট ক্যান্সার নয়, তবে প্রস্টেটের সমস্যার চিকিৎসা নিতে গিয়েই ধরা পড়ে। ক্যান্সারের ধরন জানানো হয়নি।
২০২২ সালে মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজা হন ৭৫ বছর বয়সী চার্লস।
জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন