ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাধারণ নির্বাচনের আগে সংসদে তাঁর শেষ ভাষণে ভারতীয় অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি তৃতীয় মেয়াদে ফের ক্ষমতায় এলে, ভারতের অর্থনীতি বিশ্বের তৃতীয় বৃহত্তম হবে বলেও আশা প্রকাশ করেছেন।
এ ছাড়া বিজেপি আস্থা প্রকাশ করেছে, নরেন্দ্র মোদির সরকার একটি বিশাল ম্যান্ডেট নিয়ে টানা তৃতীয় মেয়াদে ফিরে আসবে।
এর আগে গত সপ্তাহে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তৃতার ধন্যবাদ প্রস্তাবে প্রধানমন্ত্রী মোদি তাঁর উন্নয়ন এজেন্ডাকে বিরোধীদের নাশকতার সংস্কৃতির বিপরীত বলে অভিহিত করেন।
ভারতীয় প্রধানমন্ত্রী বলেছেন, ‘বিশ্ব ভারত দ্বারা প্রভাবিত। জি২০ শীর্ষ সম্মেলন এটির একটি প্রমাণ। আমাদের তৃতীয় মেয়াদে...ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে এবং এটি মোদির গ্যারান্টি।’
কংগ্রেসকে কটাক্ষ করে মোদি বলেন, ‘যখন আমরা বলি, আমরা তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হব, তখন বিরোধীরা বলে, এটি এমনিই ঘটবে, বড় কিছু নয়।
আমি যুবকদের জানাতে চাই এটি কিভাবে হয় এবং এতে সরকারের ভূমিকা কী।’
নরেন্দ্র মোদি আরো বলেন, “২০১৪ সালের ফেব্রুয়ারিতে যখন অন্তর্বর্তীকালীন বাজেট হয়, তখন (কংগ্রেসের) অর্থমন্ত্রী যা বলেছিলেন আমি উদ্ধৃতি দিচ্ছি, ‘আমি এখন সামনের দিকে তাকাতে চাই এবং ভবিষ্যতের জন্য একটি রূপরেখা দিতে চাই...আমি আশ্চর্য হচ্ছি যে কতগুলো...আকার ও শক্তির দিক থেকে ভারতের অর্থনীতি ১১তম বৃহত্তম অর্থনীতি। দোকানে ভালো জিনিস আছে। একটি দৃষ্টিভঙ্গি রয়েছে, আগামী তিন দশকে ভারতের নামমাত্র জিডিপি দেশটিকে যুক্তরাষ্ট্র এবং চীনের পর তৃতীয় স্থানে নিয়ে যাবে।
’ ২০১৪ সালে তারা বলেছিল, ২০৪৪ সালের মধ্যে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে। এটাই ছিল তাদের দৃষ্টিভঙ্গি।”
ভারতের প্রধানমন্ত্রী বলেন, তৃতীয় মেয়াদে ভারতকে তৃতীয় স্থানে নিয়ে যাওয়ার জন্য তাঁর সরকারের প্রতিশ্রুতি ‘বিরোধীদের খুশি করা, যেহেতু তারা ১১তম স্থানে খুশি ছিলেন’।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন