ফিরলেও অধিনায়কত্ব পাননি কামিন্স

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্রামে থাকা প্যাট কামিন্সকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফিরিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। চলতি মাসের শেষের দিকে কিউইদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অজিরা। এই সিরিজে কামিন্সসহ মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েডদের মতো সিনিয়র ক্রিকেটাররা ফিরলেও অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন মিচেল মার্শ।

১৫ সদস্যের পূর্ণ শক্তির দলে অধিনায়ক যখন মার্শ, তখন ইঙ্গিতটাও পরিষ্কার যে এই অলরাউন্ডারের নেতৃত্বেই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারে অস্ট্রেলিয়া।

দলটির প্রধান নির্বাচক জর্জ বেইলি গত মাসে বলেছিলেন, নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজটি দেখার পর তারা টি-টোয়েন্টিতে একজন নিয়মিত অধিনায়ক চূড়ান্ত করবেন। একের পর এক সিরিজে যেভাবে মার্শের ওপর ভরসা রাখছেন তারা, তাতে এই অলরাউন্ডারের কোনো প্রতিদ্বন্দ্বী দেখা যাচ্ছে না।

 

আগামী ২১ ফেব্রুয়ারি ওয়েলিংটনে শুরু হবে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ। ২৩ ও ২৫ ফেব্রুয়ারি বাকি দুটি ম্যাচ হবে অকল্যান্ডে।

 

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড : মিচেল মার্শ (অধিনায়ক), প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, জস হ্যাজলউড, ট্রাভিস হেড, জস ইঙ্গলিস, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথিউ শর্ট, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথিউ ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন