বিপিএলে যে ঘটনা প্রথম ঘটালেন সাইফউদ্দিন

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ১৪৬ রানের লক্ষ্য তাড়ায় শেষ ওভারে ফরচুন বরিশালের দরকার ছিল ২৯ রান। আল আমিন হোসেনের প্রথম দুই বল থেকে কোনো রান নিতে পারেননি মোহাম্মদ সাইফউদ্দিন।

তৃতীয় বলে সোজা বোলারের মাথার ওপর দিয়ে তুলে মারেন সাইফউদ্দিন। কিন্তু বল লাগে স্পাইডার ক্যামে।

নিয়ম অনুযায়ী, 'ডেড বল' হিসেবে গণ্য হয়েছে সেই বল।

 

টিভি দর্শকদের কাছে খেলাটা আরো আকর্ষণীয় করে তোলার জন্য স্পাইডার ক্যাম ব্যবহার করা হয়। যদিও এটিত যেকোনো সময় ব্যাটারের মারা বল লাগার সম্ভাবনা থেকেই যায়। এই কারণে স্পাইডার ক্যাম নিয়ে অভিযোগও শোনা গেছে মহেন্দ্র সিং ধোনি-রোহিত শর্মাদের মুখে।

বিপিএলে স্পাইডার ক্যামের সঙ্গে বলের সংঘর্ষ এবারই প্রথম দেখা গেল!

 

সাইফউদ্দিনের এমন ‘দুর্ভাগ্যের’ দিন তাঁর দল বরিশালও চট্টগ্রামের কাছে ১৬ রানে হেরে প্লে অফসের সমীকরণ কঠিন করে তুলেছে। সাত ম্যাচে তিন জয় আর চার হারে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে আছে তারা।

দল হারলেও দীর্ঘ বিরতির সাইফউদ্দিনের ফেরাটা অবশ্য মন্দ হয়নি। বল হাতে ৪ ওভারে ২৪ রান দিয়ে এক উইকেট নিয়েছেন।

ব্যাটিংয়ে শেষ দিকে ১৮ বলে দুই ছক্কা ও দুই চারে ৩০ রান করে অপরাজিত ছিলেন এই অলরাউন্ডার।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন