ভারত নেপাল ও ভুটানের বিপক্ষে যেভাবে গোলোৎসব করেছে, তাতে বাংলাদেশের ৪-০ গোলের জয় তো কমই। তবে বাংলাদেশ এই ম্যাচটা খেলতে নেমেছিল ফাইনাল নিশ্চিত করে ফেলে। একাদশে কোচ সাইফুল বারী ৯টা পরিবর্তন এনেছিলেন। বেঞ্চের খেলোয়াড়দের পরখ করা আর নিয়মিত একাদশের খেলোয়াড়দের ফাইনালের আগে তরতাজা রাখার কৌশলে এই জয়ও তাই কম নয়।
এদিন জোড়া গোল করা ঐশি খাতুন বা অন্য দুই গোলদাতা নুসরাত জাহান ও তৃষ্ণা রানী টুর্নামেন্টে প্রথম গোলই পেলেন এ ম্যাচে। সাইফুল বারীর জন্য সেটিও বাড়তি পাওয়া। ম্যাচের ১৮ মিনিটে প্রথম এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের জটলার ভেতর থেকে বল জালে পাঠান নুসরাত।
৩১ মিনিটে কর্নার থেকে হেডে ব্যবধান বাড়ান ঐশি। ৫৮ মিনিটে তৃষ্ণা রানীর পায়ে তৃতীয় গোল ঐশির আড়াআড়ি পাসে। ৬২ মিনিটে ঐশির দ্বিতীয় ও বাংলাদেশের চতুর্থ গোলটা ভুটানের ডিফেন্সের ভুল-বোঝাবুঝির সুযোগে।
আগামী ৮ ফেব্রুয়ারি মেয়েদের এই অনূর্ধ্ব-১৯ সাফের শিরোপার লড়াই বাংলাদেশ ও ভারতের মধ্যে।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন