ত্রিকোণ প্রেমের গল্পে আসছে ‘শ্রাবণ জ্যোৎস্নায়’

বরেণ্য কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ উপন্যাস অবলম্বনে একই নামে নির্মিত হয়েছে সিনেমা। তামান্না সুলতানা প্রযোজিত এই সিনেমার চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন আবদুস সামাদ খোকন।

এ উপন্যাসে আমেরিকায় বড় হয়ে ওঠা প্রভাবশালী বাঙালি ছেলে নাবিল আর গ্রামের অতি সরল নিরীহ এবং পরোপকারী পুরুষ শুভর মাঝখানে দাঁড় করিয়েছেন সুন্দরী মেয়ে মৌ-কে। নাবিল হবু বর হলেও শুভর প্রেমে পড়ে যায় মৌ।

এমন কাহিনি নিয়ে গড়ে উঠেছে সিনেমার গল্প।

 

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পায় ‘শ্রাবণ জ্যোৎস্নায়’। গত বছর কলকাতার ‘৫ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে’ প্রদর্শিত হয় সিনেমাটি। এবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

আগামী ১৬ ফেব্রুয়ারি মুক্তি পাবে এটি। মুক্তি উপলক্ষে সিনেমাটির ট্রেলারও প্রকাশ করেছেন নির্মাতারা।

 

বাঙালি পরিবারের নির্ভেজাল পারিবারিক মনোরঞ্জনের এ সিনেমায় অভিনয় করেছেন দীঘি, গাজী আবদুন নূর, বাপ্পা সান্তনু, মুনমুন আহমেদ, সুব্রত বড়ুয়া, মাসুম বাশার, মিলি বাশার প্রমুখ।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন