ভারতের ইতিহাসে বুমরাহ প্রথম

হায়দরাবাদে হারের বদলা বিশাখাপত্তনমে নিয়েছে ভারত। ১০৬ রানের জয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-১-এ সমতা ফিরিয়েছে রোহিত শর্মার দল।  স্বাগতিকদের এ জয়ের অন্যতম রূপকার ছিলেন জাসপ্রিত বুমরাহ। দুই ইনিংস মিলিয়ে ৯১ রানে নিয়েছিলেন ৯ উইকেট।

বর্ণিল এই পারফরম্যান্সের প্রভাব আইসিসির হালনাগাদ র‌্যাংকিংয়ে। বিশাখাপত্তনমের ম্যাচ জেতানো বোলিংয়ে বোলারদের র‌্যাংকিংয়ে ১ নম্বরে উঠে এসেছেন বুমরাহ।

 

৩৪ টেস্টের ক্যারিয়ারে এর আগে ১০ বার তিনি নিয়েছেন ইনিংসে ৫ উইকেট। কিন্তু কখনো র‌্যাংকিংয়ের চূড়ায় আরোহণ করতে পারেননি তিনি।

সেরা অর্জন ছিল তৃতীয় হওয়া। বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত সাফল্যে তিন ধাপ এগিয়ে র‌্যাংকিংয়ের সিংহাসনে বসিয়ে দিল এই পেসারকে। তাঁর রেটিং পয়েন্ট ৮৮১।

 

বোলারদের র‌্যাংকিংয়ের নাম্বার ওয়ান হয়ে অনন্য এক কীর্তিও গড়লেন বুমরাহ।

ভারতের ইতিহাসে প্রথম পেসার হিসেবে টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ের শীর্ষে আরোহণ করলেন তিনি। সব মিলিয়ে ভারতের চতুর্থ বোলার হিসেবে এই নজির গড়লেন বুমরাহ। তাঁর আগে রবীন্দ্র জাদেজা, বিষেণ সিং বেদি ও রবিচন্দ্রন অশ্বিনও হয়েছিলেন ‘নাম্বার ওয়ান’। তবে তাঁরা সবাই ছিলেন স্পিনার। 

 

সর্বশেষ হালনাগাদের আগে শীর্ষে ছিলেন বুমরাহর জাতীয় দলের সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন।

দুই ধাপ পিছিয়ে তিনি নেমে গেছেন তিনে। ২ নম্বরে আছেন কাগিসো রাবাদা। তাঁর রেটিং পয়েন্ট ৮৫১। 

 

বিশাখাপত্তনমের দুর্দান্ত পারফরম্যান্সে র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন যশস্বী জয়সওয়ালও। ২০৯ রানের ডাবল সেঞ্চুরি করে এক লাফে ৩৭ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ২৯ নম্বরে। ব্যাটারদের র‌্যাংকিংয়ের শীর্ষে আছেন যথারীতি কেন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টেও তিনি করেছেন জোড়া সেঞ্চুরি। টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষেও কোনো বদল হয়নি। জায়গাটা ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন