আমির খান ও মা রিনা দত্তের ডিভোর্স নিয়ে খুলেছেন মুখ মেয়ে ইরা খান

জিবিনিউজ 24 ডেস্ক //

কয়েকদিন আগেই ছোটবেলা যৌন হেনস্থার শিকার হওয়া নিয়ে মুখ খুলেছিলেন ফাতিমা সানা শেখ। এবার বলিউডের জনপ্রিয় তারকা অভিনেতা আমির খানের মেয়েও একই ধরনের অভিজ্ঞতা প্রকাশ করলেন।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ১৪ বছর বয়সে শারীরিক নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি বাবা আমির খান ও মা রিনা দত্তের ডিভোর্স নিয়েও মুখ খুলেছেন মেয়ে ইরা খান। ২০০২ সালে বিবাহবিচ্ছেদ হয়েছিল আমির ও রিনার।

 

রোববার ইনস্টাগ্রামে একটি দীর্ঘ ভিডিও শেয়ার করে গোটা বিষয়টি খুলে বলেছেন ইরা। তিনি বলেন, ‘আমি যখন ১৪ বছরের ছিলাম, আমাকে যৌন হেনস্থা করা হয়েছিল। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা কারণ আমি বুঝতেই পারছিলাম না যে লোকটা কী করছে এবং সেও হয়তো তাই।’

আমিরকন্যা বলেন, ‘এটা প্রায় এক বছর চলার পর আমি বুঝতে পেরেছিলাম যে ওরা জেনেবুঝেই করছে। আমার বাবা-মা আমাকে ওই সিচুয়েশন থেকে বের করে আনে। সেখান থেকে বেরিয়ে আসার পর আর কখনও সেটা নিয়ে খারাপ লাগেনি। আমি ভয়ও পাইনি। আমার মনে হয়েছিল যে, যাক এটা আর আমার সঙ্গে হবে না। আমি সেখান থেকে এগিয়ে যাই। তবে এটা কিন্তু সারা জীবনের জন্য আমার একটা খারাপ লাগা হয়ে রয়েছে তা নয়।’

ইরা এই ভিডিওতে আমির ও রিনার ডিভোর্স নিয়েও কথা বলেছেন। তার কথায়, ‘আমি তখন ছোট ছিলাম যখন আমার বাবা-মায়ের ডিভোর্স হয়। তবে এটার জন্য সারাজীবন আমি আতঙ্কে দিন কাটিয়েছি তা নয়। ওরা বন্ধু, গোটা পরিবারটাই এখনও বন্ধু। আমরা একটা ভাঙা পরিবার তা কখনও নয়।’

সম্প্রতি ছোটবেলার এমন ভয়াবহ অভিজ্ঞতার কথা বলেন ফাতিমা সানা শেখ। ‘দঙ্গল’ ছবিতে আমির খানের মেয়ের চরিত্রে অভিনয় করেন ফাতিমা সানা শেখ। পরের ছবি ‘থাগস অব হিন্দুস্তান’-এ পরম্পরের বিপরীতে অভিনয় করেন।

এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী জানান, মাত্র তিন বছর বয়সে যৌন হেনস্তার শিকার হন তিনি।

তিনি বলেন, ‘আমাকে অনেক লোকেরা বলেছে সেক্সের বিনিময়েই কাজ পাওয়া যাবে। ... ইন্ডাস্ট্রিকে সেক্সিজম খুবই গুরুত্বপূর্ণ কাজ পাওয়ার ক্ষেত্রে। সব ইন্ডাস্ট্রিতেই থাকে। আমার মনে পড়ে আমি ৫ বছর না, ৩ বছর বয়সে যৌন হেনস্তার শিকার হয়েছিলাম। প্রতিদিন সব মেয়ে এই যুদ্ধে শামিল। আশা করি ভবিষ্যৎটা ভালো হবে।’

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন