সুইফটের ব্যক্তিগত বিমান চলাচলের তথ্য ফাঁস, মামলার হুঁশিয়ারি

পপ কুইন টেলর সুইফটের ব্যক্তিগত বিমান ট্র্যাক করে সেই তথ্য শেয়ার করার অভিযোগে এক ছাত্রকে মামলার হুমকি দিয়েছেন সুইফটের আইনজীবীরা। পপ সুপারস্টারের ফ্লাইটের তথ্য অনলাইনে শেয়ার করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করার হুমকি দেওয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুসারে, জ্যাক সুইনি নামের সেই ছাত্র বিশ্বখ্যাত ব্যক্তিদের মালিকানাধীন বিমানের টেক-অফ এবং অবতরণের ডেটা ট্র্যাক করে একদিন পরে সেগুলি পোস্ট করেন অনলাইনে। সুইফটের আইনজীবীদের দাবি, এই ধরনের ট্র্যাকিংকে ‘গোপনে অনুসরণ’-এর মতো অভিযোগ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

 

তবে টেলর সুইফট প্রথম তারকা নয়, এর আগে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কসহ একাধিক ধনী ও জনপ্রিয় ব্যক্তিদের ব্যক্তিগত বিমানের তথ্য শেয়ার করেছেন জ্যাক সুইনি। যার ফলে ২০২২ সালে তাকে টুইটার থেকে ব্যানও করে দেয়া হয়েছিল।

1

টেলর সুইফট

সুইফটের আইনজীবীরা সেন্ট্রাল ফ্লোরিডা ইউনিভার্সিটির ২১ বছর বয়সী ছাত্র মি. সুইনিকে গায়িকার ব্যক্তিগত বিমানের অবস্থান শেয়ার করা বন্ধ করার দাবি জানিয়ে একটি চিঠি জারি করেছেন। ডিসেম্বরে জারি করা চিঠিতে বলা হয়েছে, এই ধরনের তথ্য শেয়ার করা সুইফটের নিরাপত্তা এবং সুস্থতার জন্য একটি আসন্ন হুমকি।

এতে তাঁর জীবনও বিপন্ন হতে পারে। ইতোমধ্যেই অনেক অনুসরণকারী গায়িকাকে অনুসরণ করছে এবং এই ধরনের তথ্য সেইসব অপরাধীদের সাহায্য করবে বলেও শঙ্কা প্রকাশ করা হয়েছে চিঠিতে।

 

এদিকে বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে মি. সুইনি জানিয়েছেন, ‘আমি কারো ক্ষতি করতে চাই না। আমি স্বচ্ছতা এবং জনসাধারণের তথ্যে বিশ্বাস করি।

 

ডিজিটাল বিপণন সংস্থা ইয়ার্ড অনুসারে, ২০২২ সালে সুইফট সর্বাধিক প্রাইভেট জেট ভ্রমণকারী তারকাদের তালিকার শীর্ষে ছিলেন।

সদ্যই গ্র্যামি অ্যাওয়ার্ডে বছরের সেরা অ্যালবামের পুরস্কার হিতে ইতিহাস গড়েছেন টেলর সুইফট। চতুর্থবারের মতো বছরসেরা অ্যালবামের গ্র্যামি পুরস্কার ঘরে তুললেন গায়িকা। গ্র্যামির মঞ্চে নিজের আগামী অ্যালবামের ঘোষণাও দিয়েছেন তিনি। এই মুহূর্তে ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন টেলর সুইফট।

জমিয়ে প্রেমও করছেন মার্কিন ফুটবলার ট্র্যাভিস কেলসের সঙ্গে।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন