গানের পরিকল্পনা আমেরিকায়, বাস্তবায়ন ঢাকায়

এই সময়ের তরুণদের মধ্যে দারুণ জনপ্রিয় সংগীতশিল্পী মুজাহিদ আবদুল্লাহ। অবশ্য এই নামে তাঁকে চেনা কঠিন। তাঁকে সবাই চেনে ‘মুজা’ নামে। এই শিল্পীর জন্ম বাংলাদেশের সিলেটে হলেও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে।

সেখানেই করেছেন সংগীতচর্চা। প্রকাশ পেয়েছে তাঁর তৈরি করা বেশ কয়েকটি গান। মূলত প্রাণবন্ত ও মনোমুগ্ধকর কম্পোজিশনের জন্য শ্রোতাদের কাছে তিনি সুপরিচিত। কয়েক বছর আগে তাঁর ‘নয়া দামান’-এর সংস্করণ শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়।

এর পরই তিনি শ্রোতাদের নজরে আসেন। এ ছাড়াও মুজার করা ‘বেণি খুলে’ ও ‘ঝুমকা’ বাংলাদেশের স্পটিফাই লিস্টে রয়েছে অনেক দিন ধরে।

 

এবার সেই মুজা আর দেশের জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা গাইলেন নতুন এক গান। গানটির শিরোনাম ‘ডানে বামে’।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গানটি প্রকাশ হলো মুজার ইউটিউব চ্যানেলে। গানটি লিখেছেন কনা, মুজা ও বাঁধন। সুর ও সংগীতায়োজন মুজার। গানটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত কনা। তিনি কালের কণ্ঠকে বলেন, “আমাদের গানের পরিকল্পনা গত বছর থেকে।

ওই সময় আমরা আমেরিকায় গিয়েছিলাম। তখনই মুজার সঙ্গে দেখা হয়। ও একটা মিউজিক তৈরি করে আমাকে বলে, ‘আপু আপনার জন্য একটা গান রেডি করেছি। আপনি মিউজিটটা শুনে দেখুন কেমন হয়েছে।’ তখনো গানের কথা লেখা হয়নি। তবে মিউজিকটা আমার ভালো লাগে। কিছুদিন পর মুজা বাংলাদেশে আসে। আমাদের লিরিক লেখা হয়। কিন্তু রেকর্ড করতে গিয়ে লিরিকটা পছন্দ হয় না। পরে আবারও লেখা হয়। এর মধ্যে মুজা ভিডিওর প্ল্যান করে ফেলে। পরেরবার এসে গানটা রেকর্ড করে ফেলি আমরা।”

 

মুজার সঙ্গে প্রথম কাজ হলো কনার। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? কনা বলেন, ‘ওয়েল ম্যানার একটা ছেলে। মিউজিকটা খুব ভালো বোঝে। আমার কাজ করে খুব ভালো লেগেছে।’

গানটিতে অন্য রকমভাবে দেখা গেছে কনাকে। গানের তালে নেচেছেনও তিনি। সেটাও এক দারুণ অভিজ্ঞতা তাঁর কাছে।

ভালোবাসা দিবস উপলক্ষে ‘ডানে বামে’ গানটি প্রকাশ পেয়েছে। তবে এটাই শেষ নয়, প্রকাশের অপেক্ষায় আছে কনার বেশ কয়েকটি গান। কনা বললেন, ‘এবারের ভালোবাসা দিবসে অনেকগুলো গান আসবে। আশা করছি সবগুলো গানই শ্রোতাদের ভালো লাগবে।’

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন