নেশনস লিগের মৃত্যুকূপে ইতালি, ফ্রান্স, বেলজিয়াম

প্যারিসে গতকাল রাতে অনেকটা নীরবে হয়ে গেল উয়েফা নেশনস লিগের নতুন মৌসুমের ড্র। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ইউরোপের সবগুলো দেশ। যেখানে চারটি স্তরে ভাগ করে হবে এই টুর্নামেন্ট।

আগামী ৫ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া নেশনস লিগের 'এ' স্তরে অংশ নিবে জায়ান্ট দলগুলো।

যেখানে গ্রুপ 'দুই'-কে বলা হচ্ছে মৃত্যুকূপ। এই গ্রুপে ইতালি, বেলজিয়াম, ফ্রান্সের সঙ্গী ইসরায়েল। 

 

গ্রুপ পর্বে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকে তেমন কঠিন পরীক্ষা দিতে হচ্ছে না। 'চার' নম্বর গ্রুপে তাদের সঙ্গী ডেনমার্ক, সুইজারল্যান্ড ও সার্বিয়া।

'এক' নম্বর গ্রুপে রয়েছে প্রথম আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল, ক্রোয়েশিয়া, পোল্যান্ড ও স্কটল্যান্ড। জার্মানি, হাঙ্গেরি, বসনিয়া ও হার্জেগোভিনা এবং নেদারল্যান্ডস আছে 'তিন' নম্বর গ্রুপে।

 

প্রথমবারের মতো এবার নেশনস লিগে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল। চার গ্রুপের শীর্ষ দুই দল খেলবে শেষ আটে।

নকআউট পর্ব কেবল 'এ' লিগেই অনুষ্ঠিত হবে। সেখান থেকেই নির্ধারিত হবে চ্যাম্পিয়ন দল। 

 

কোন দল কোন গ্রুপে-

লিগ ‘এ’ 
গ্রুপ ১ : ক্রোয়েশিয়া, পর্তুগাল, পোল্যান্ড ও স্কটল্যান্ড 
গ্রুপ ২: ইতালি, বেলজিয়াম, ফ্রান্স, ইসরায়েল 
গ্রুপ ৩: নেদারল্যান্ডস, হাঙ্গেরি, জার্মানি, বসনিয়া 
গ্রুপ ৪: স্পেন, ডেনমার্ক, সুইজারল্যান্ড, সার্বিয়া 

লিগ ‘বি’ 
গ্রুপ ১ : চেক প্রজাতন্ত্র, ইউক্রেন, আলবেনিয়া, জর্জিয়া 
গ্রুপ ২ : ইংল্যান্ড, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, গ্রিস 
গ্রুপ ৩ : অস্ট্রিয়া, নরওয়ে, স্লোভেনিয়া, কাজাখস্থান 
গ্রুপ ৪ : ওয়েলস, আইসল্যান্ড, মন্টেনেগ্রো, তুরস্ক

লিগ ‘সি’ 
গ্রুপ ১ : সুইডেন, আজারবাইজান, স্লোভাকিয়া, এস্তোনিয়া 
গ্রুপ ২ : রোমানিয়া, কসোভো, সাইপ্রাস, লিথুয়ানিয়া/জিব্রাল্টার 
গ্রুপ ৩ : লুক্সেমবোর্গ, বুলগেরিয়া, নর্দান আয়ারল্যান্ড, বেলারুস 
গ্রুপ ৪ : আর্মেনিয়া, ফারো আইল্যান্ড, নর্থ মেসেডোনিয়া, লাটভিয়া 

লিগ ‘ডি’ 
গ্রুপ ১ : লিথুয়ানিয়া/জিব্রাল্টার, সান ম্যারিনো, লিখটেনস্টাইন 
গ্রুপ ২ : মলদোভা, মাল্টা, অ্যান্ডোরা।  

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন